সাতক্ষীরা প্রতিনিধি::
এবি পার্টির সাতক্ষীরা জেলা আহ্বায়ক, সাতক্ষীরা সরকারী কলেজের জনপ্রিয় সাবেক ভিপি, জননেতা আব্দুল কাদের আকস্মিক হার্ট অ্যাটাকে মৃত্যুবরণ করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন।
Ab Party
শনিবার ২১জুন বিকেল সাড়ে চারটায় এবি পার্টি আয়োজিত মতবিনিময় সভায় বক্তব্যরত অবস্থায় আকস্মিক হার্ট অ্যাটাক করলে তাকে হাসপাতালে নেয়া হয়। হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ভিপি আব্দুল কাদের মৃত্যুকালে স্ত্রী, দুই কন্যাসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন এবি পার্টির চেয়ারম্যান মুজিবুর রহমান মঞ্জু, সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ।
ভিপি আব্দুল কাদের সাতক্ষীরা সরকারি কলেজের ছাত্রশিবির মনোনিত প্যানেল থেকে ভিপি পদে বিপুল ভোটে বিজয়ী হন।