ঢাকা অফিস :
বাংলাদেশ জামায়াতে ইসলামী, যশোর জেলা শাখার উদ্যোগে ‘রুকন শিক্ষা শিবির-২০২৫’ অনুষ্ঠিত হয়েছে। ২১ জুন শনিবার সকাল ৯. ৩০ টায় যশোর শিল্পকলা একাডেমি মিলনায়তনে এই শিক্ষা শিবির অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা জামায়াতের আমীর অধ্যাপক গোলাম রসুল। রুকন শিক্ষাশিবিরে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার।
রুকন শিক্ষা শিবিরে আরও উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও যশোর-কুষ্টিয়া অঞ্চলের সহকারী পরিচালক বর্ষিয়ান মাওলানা আজীজুর রহমান, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য মাওলানা আবুল কালাম আজাদ, জেলা জামায়াতের সেক্রেটারি অধ্যক্ষ আবু জাফর সিদ্দিক, সহকারী সেক্রেটারি মোঃ গোলাম কুদ্দুস ও প্রচার সম্পাদক মুহাম্মদ শাহাবুদ্দিন বিশ্বাস।
আগামীর বাংলাদেশে জামায়াতের রুকনদের মানবিক ভুমিকা এবং তাদের দায়িত্ব সম্পর্কে ধারণা দেন প্রধান অতিথি জামায়াতের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার। তিনি আরও বলেন, যশোরের প্রতিটি আসনে জামায়াত প্রার্থীর পক্ষে আগামী নির্বাচনে কাধে কাধ মিলিয়ে কাজ করার আহবান জানান।।