গত ১৭ জুন ভোলা থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে যাওয়া এমবি কর্ণফুলী-৪ লঞ্চ থেকে মেঘনা নদীতে ঝাপ দেয়া সুকর্ণা আক্তার ঈপ্সিতার ম র দে হ উদ্ধার করেছে লক্ষ্মীপুরের পুলিশ। এরপর আজ তাকে বেওয়ারিশ হিসেবে দাফন করা হয়েছে। ঈপ্সিতার বাবা মাসুদ রানা লাশের পরিচয় নিশ্চিত করেছেন। ঈপ্সিতা ভোলা সরকারি কলেজের প্রাণিবিদ্যা ৩য় বর্ষের শিক্ষার্থী ছিলেন। লঞ্চের যাত্রীরা জানিয়েছেন, মোবাইল ফোনে ঈপ্সিতা জৈনিক ব্যক্তির সঙ্গে উচ্চস্বরে কথা বলে একপর্যায়ে অভিমান করে নদীতে ঝাপিয়ে পড়েন। এরপর থেকে তিনি নিখোঁজ ছিলেন।