ঢাকা অফিস:
ইরানের তিন পারমাণবিক স্থাপনায় মার্কিন বাহিনীর হামলার প্রতিবাদে রোববার যুক্তরাষ্ট্রে এক ডজনের বেশি শহরে বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে।
নিউ ইয়র্ক টাইমস লিখেছে, কিছু বিক্ষোভে শত শত মানুষ অংশ নেয়, কোনোটিতে কয়েক ডজন মানুষ দেখা গেছে। নিউ ইয়র্ক, বোস্টন, শিকাগো, ওয়াশিংটন, লস অ্যাঞ্জেলসের মতো শহরে অনুষ্ঠিত এ কর্মসূচিকে ‘জরুরি সমাবেশ’ বলে বর্ণনা করেছেন আয়োজকরা।
একাধিক স্থানে বিক্ষোভকারীরা ইরানের পতাকা বহন করেন। কেউ কেউ সাইনবোর্ড ও ব্যানার ধরে রেখেছিলেন বা সেগুলো বেষ্টনী ও ভবনের গায়ে লাগিয়ে রাখেন, যেখানে লেখা ছিল ‘ইরানে যুদ্ধ নয়!’
ওয়াশিংটনে হোয়াইট হাউজের ফটকের বাইরে অন্তত ২০০ জন বিক্ষোভকারী প্রেসিডেন্ট ট্রাম্পের হামলার নিন্দা জানান, যাদের মধ্যে কিছু যুদ্ধবীরও ছিলেন।
৭৮ বছর বয়সী রন কারমাইকেল ভিয়েতনাম যুদ্ধে হেলিকপ্টার চালাতেন। তার ভাষায়, “তিনি (ট্রাম্প) একজন রাজা হয়ে উঠতে চাইছেন।”
শিকাগো শহরের কেন্দ্রস্থলে দুই শতাধিক বিক্ষোভকারী দেখা গেছে। কিছু বিক্ষোভকারী বলেছেন, ইরানের সঙ্গে উত্তেজনা গাজায় ফিলিস্তিনিদের দুর্ভোগ আরও বাড়াবে।
লস অ্যাঞ্জেলেসে ২৬ বছর বয়সী নার্স নুর আবদেল-হাক বলেন, মধ্যপ্রাচ্যের উত্তেজনার সঙ্গে তার ব্যক্তিগত সম্পর্কের কারণেই তিনি এই বিক্ষোভে যোগ দিয়েছেন। তার পরিবারের বেশিরভাগ সদস্য গাজা বা ওয়েস্ট ব্যাংকে থাকেন। তিনি বলেন, “আমরা চাই না আরও হত্যা ও ধ্বংসযজ্ঞ চলুক।”