ঢাকা অফিস :
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশে অবস্থিত খাদি-খদ্দরের চান্দিনায় মূলত লড়াই হবে জামায়াত ও বিএনপির প্রার্থীর মধ্যে।
জামায়াত ইতোমধ্যে দলীয় প্রার্থী হিসেবে মাওলানা মোশাররফ হোসেনের নাম ঘোষণা করেছে। তিনি উপজেলার সর্বত্র গণসংযোগ, সমাবেশ করছেন। অপরদিকে এই প্রতিন্দ্বন্দ্বিতার মাঠে এবার সরব আছেন উপজেলা বিএনপির সভাপতি আতিকুল আলম শাওন। এ ছাড়া কয়েকজন ভেতরে ভেতরে মনোনয়ন পাওয়ার চেষ্টা চালাচ্ছেন বলে জানা গেছে।
এছাড়াও লিভারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) মহাসচিব সাবেক মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা ড. রেদোয়ান আহমেদ চারবারের সংসদ সদস্য। তিনি দলটির প্রার্থী হিসেবে এলাকায় ব্যাপক গণসংযোগ করছেন। তিনি বিএনপির সম্ভাব্য জোট থেকে এবার মনোনয়ন পাবেন বলে আশা করছেন।