ঢাকা অফিস:
ইসরায়েলের সঙ্গে যুদ্ধবিরতির পর ইরানের সরকারপন্থি সমর্থকরা রাস্তায় মোটরসাইকেল ও গাড়ি নিয়ে পতাকা হাতে উল্লাস করছেন। এসময় তাদের ইরানের জাতীয় পতাকা নাড়িয়ে সরকারকে সমর্থন জানাতে দেখা গেছে। ইরানের রাজধানী তেহরান থেকে পাওয়া ফুটেজে এমন দৃশ্য দেখা গেছে। খবর বিবিসির
ফুটেজে দেখা গেছে, তাদের গাড়ির স্পিকারে সরকারকে প্রশংসা করে উচ্চস্বরে গান বাজানো হচ্ছে। তবে শহরের অন্য প্রান্তে, অনেক বাসিন্দার মধ্যে দেখা গেছে উৎকণ্ঠা। অনেকে আশঙ্কা করছেন, এই যুদ্ধবিরতির পেছনে লুকিয়ে থাকতে পারে অন্য কোনো কৌশল।
একজন নাগরিক বিবিসিকে বলেন, আমি মনে করি এই যুদ্ধবিরতি শুধুই আয়াতুল্লাহ আলি খামেনিকে বিভ্রান্ত করার জন্য। এটা একটি ফাঁদ।
তিনি বলেন, ইসরায়েল ও যুক্তরাষ্ট্র কোনো সিদ্ধান্তই কারণ ছাড়া নেয় না। তাদের উদ্দেশ্য হচ্ছে খামেনিকে তার গোপন আস্তানা থেকে বের করে আনা। অন্য কোনো কারণ নেই।