ঢাকা অফিস :
বাংলাদেশ জামায়াতে ইসলামী শেরেবাংলা নগর উত্তর থানার ৬০ফিট ওয়ার্ডের উদ্যোগে থানা অফিস মিলনায়তনে গতকাল ২৬ জুন বৃহস্পতিবার রাত ৯.৩০ মিনিটে ফল উৎসব এর আয়োজন করা হয়।
৬০ফিট উত্তর ওয়ার্ড সভাপতি মু. আসাদুজ্জামান টিপুর সভাপতিত্বে ও থানা সেক্রেটারি রাসেল মৃধার পরিচালনায় উক্ত ফল উৎসবে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী উত্তরের মজলিসের শুরা সদস্য ডা: শফিউর রহমান।
প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী মহানগরী মজলিস শুরা সদস্য ও শেরেবাংলা নগর উত্তর থানা আমীর আব্দুল আউয়াল আজম, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন থানা নায়েবে আমীর শাহ আজিজুর রহমান তরুণ।
এছাড়া আরো উপস্থিত ছিলেন থানা সেক্রেটারি ও ৬০ফিট ওয়ার্ড উত্তরের সাবেক সভাপতি মন্জুরুল ইসলাম, ৬০ফিট ওয়ার্ড উত্তরের বায়তুলমাল সম্পাদক ইউনুস আলী, দাওয়া ও প্রকাশনা সম্পাদক আবু হানজালা, মিডিয়া ও প্রচার সম্পাদক আহসানুল ইসলাম রবিউল, পাঠাগার সম্পাদক নছর আলিসহ স্থানীয় নেতৃবৃন্দ।
প্রধান অতিথির বক্তব্যে ডা: শফিউর রহমান তরুণ প্রজন্মের এই আত্মত্যাগের বাংলাদেশকে মানবিক বাংলাদেশ হিসেবে গড়ে তুলতে একসাথে কাজ করার আহবান জানান।
প্রধান বক্তার আলোচনায় শেরেবাংলা নগর উত্তর থানা আমীর এবং ২৮ নং ওয়ার্ডের গণমানুষের নেতা জননেতা জনাব আব্দুল আউয়াল আজম বলেন, ফল উৎসব শুধু নিছক ফল খাওয়ার জন্য নয়। আমরা মহান আল্লাহর শুকরিয়া আদায় করি, একটি কল্যাণ রাষ্ট্র গঠনের জন্য আমাদের অগ্রণী ভুমিকা পালন করতে হবে। প্রতিটি মানুষকে মানবিক কাজে অংশগ্রহণ করে কল্যাণ রাষ্ট্র গঠনে ভুমিকা রাখতে হবে। এ লক্ষ্যে জামায়াতে ইসলামী আপনাদের সাথে নিয়ে এগিয়ে যেতে চান।
উক্ত ফল উৎসবে জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা ১৩ আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী মো. মোবারক হোসাইন এর পক্ষ থেকে উপস্থিত সবাইকে সালাম ও শুভেচ্ছা জানানো হয়।