খুলনা এডিশন::
মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়ন খুলনার সিনিয়র সদস্য, খুলনা প্রেসক্লাবের স্থায়ী সদস্য দৈনিক নয়াদিগন্তের খুলনা ব্যুরো প্রধান এরশাদ আলী গুরুতর অসুস্থ অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন। ইসলামী ব্যাংক হাসপাতাল খুলনার ৮১২ নং কেবিনে মেডিসিন বিশেষজ্ঞ ডা. সিরাজুল ইসলামের তত্ত্বাবধায়নে রয়েছেন।
এর আগে গত ২৬ জুন গুরুতর অসুস্থ হয়ে পড়লে এরশাদ আলীকে ইসলামী ব্যাংক হাসপাতালে ভর্তি করা হয়।
এদিকে তার আশু সুস্থতা কামনা করেছেন মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়ন খুলনার সভাপতি মো. আনিসুজ্জামান, সহ-সভাপতি ও বিএফইউজের সহকারী মহাসচিব এহতেশামুল হক শাওন, সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) আবুল হাসান হিমালয়, কোষাধ্যক্ষ আব্দুর রাজ্জাক রানা, নির্বাহী সদস্য মুহাম্মদ নূরুজ্জামান ও সোহরাব হোসেন, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন-বিএফইউজের সাবেক সহ-সভাপতি ড. মো. জাকির হোসেন, আবু তৈয়ব ও মো. রাশিদুল ইসলাম, সাবেক নির্বাহী শেখ দিদারুল আলম ও এইচ এম আলাউদ্দিন। বিবৃতিতে নেতৃবৃন্দ এরশাদ আলীর আশু রোগমুক্তির জন্য দোয়া ও দীর্ঘায়ু কামনা করেছেন। তার সহকর্মী ও শুভানুধ্যায়ীদের কাছে নেতৃবৃন্দ দোয়া কামনা করছেন।