ঢাকা অফিস
বগুড়ার সরকারি আজিজুল হক কলেজ ছাত্রদলের নবগঠিত আহ্বায়ক কমিটি আজ বুধবার মতবিনিময় সভা ও শুভেচ্ছা মিছিল আয়োজন করেছে। কলেজ ক্যাম্পাসে আয়োজিত এ কর্মসূচিতে গণমাধ্যমকর্মীসহ কলেজের সব শিক্ষক ও শিক্ষার্থীকে আমন্ত্রণ জানিয়েছে সংগঠনটি।
এদিকে কলেজ কর্তৃপক্ষ ছাত্রদলের আমন্ত্রণের উদ্ধৃতি দিয়ে সেখানে শিক্ষার্থীসহ সংশ্লিষ্ট সবাইকে উপস্থিত থাকতে আলাদা নোটিশ দিয়েছে। এতে তৈরি হয়েছে সমালোচনা।
ছাত্রদলের সরকারি আজিজুল হক কলেজ শাখার ৫৪ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটি করা হয় গত ৫ জুন। এতে রজিবুল ইসলাম শাকিলকে আহ্বায়ক, আতিকুল ইসলাম বিপ্লবকে জ্যেষ্ঠ আহ্বায়ক ও রাফিউল আল আমিনকে সদস্য সচিব করা হয়েছে। এই কমিটি বুধবার সকালে মতবিনিময় সভা ও শুভেচ্ছা মিছিলের আয়োজন করেছে।
মঙ্গলবার কলেজ অধ্যক্ষের কার্যালয়ের প্যাডে এ-সংক্রান্ত একটি আলাদা নোটিশ জারি করা হয়। নোটিশে লেখা ছিল, ‘বুধবার সকাল ১১টায় মুক্তমঞ্চে এই কলেজ শাখার নবগঠিত ছাত্রদলের সংবর্ধনা অনুষ্ঠান হবে। এতে শিক্ষার্থীসহ সংশ্লিষ্ট সবাইকে উপস্থিত থাকার জন্য সংগঠনের পক্ষ থেকে বিশেষভাবে আমন্ত্রণ জানানো হয়েছে।’ নোটিশে অধ্যক্ষ মো. শওকত আলম মীরের সই রয়েছে।
এ বিষয়ে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট কলেজ শাখার সদস্য সচিব নিউতি সরকার বলেন, ‘কলেজ কর্তৃপক্ষ একটি সংগঠনের অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য আমন্ত্রণ জানিয়েছেন। এর তীব্র নিন্দা জানাই। অতি উৎসাহী হয়ে অধ্যক্ষ যদি এ কাজ করে থাকেন, তাহলে তাঁর আসল রূপ পরিষ্কার হয়ে গেছে।’
ছাত্র ইউনিয়ন কলেজ শাখার আহ্বায়ক জয় ভৌমিক বলেন, ‘অধ্যক্ষকে সব সময় নিরপেক্ষতা বজায় রাখা উচিত। কিন্তু তিনি প্যাডে আমন্ত্রণ করায় একটি পক্ষের হয়ে কাজ করছেন বলে মনে করবে সবাই।’
ছাত্রদল নেতা আতিকুল ইসলাম বিপ্লব বলেন, ‘আমরা অধ্যক্ষসহ সব শিক্ষক ও শিক্ষার্থীদের আমাদের অনুষ্ঠানে আমন্ত্রণ জানিয়েছি। কিন্তু আমরা অধ্যক্ষকে কলেজ প্যাডে আমন্ত্রণ জানাতে বলিনি।’
এ বিষয়ে জানতে চাইলে অধ্যক্ষ শওকত আলম মীর বলেন, ‘আমাকে না জানিয়ে অফিস সহকারী নোটিশটি লিখে প্রচার করেছে। বিষয়টি জানার পর তা প্রত্যাহার করা হয়েছে।’