1. khulnaedition@gmail.com : Khulna Edition : Khulna Edition
  2. md.ahsanulrobiul@gmail.com : Ahsanul Islam : Ahsanul Islam
  3. hasanur321@gmail.com : হাসানুর রহমান : হাসানুর রহমান
  4. habibullahbhola467@gmail.com : মোঃ হাবিবুল্লাহ : মোঃ হাবিবুল্লাহ
  5. imranbinrabiul@gmail.com : Md Imran Nazir : Md Imran Nazir
  6. mizan070301@gmail.com : মোঃ মিজানুর রহমান : মোঃ মিজানুর রহমান
  7. mahedihasananas@gmail.com : Mahedi Hasan Anas : Mahedi Hasan Anas
  8. zakirnet@yahoo.com : SM ZAKIR Hossain : SM ZAKIR Hossain
  9. admin@www.khulnaedition.com : খুলনা এডিশন :
  10. zaberhosen1143@gmail.com : মোঃ জাবের হোসেন : মোঃ জাবের হোসেন
শুক্রবার, ০১ অগাস্ট ২০২৫, ০১:২০ অপরাহ্ন
আজকের সর্বশেষ এডিশন:
২০ জুলাইয়ের পর ১ দফার ঘোষণা পর্যন্ত নাহিদের আর কোনো ভূমিকা কারও জানা আছে কিনা জানি না: কেফায়েত শাকিল নাহিদের ফেসবুক পোস্টের প্রতিক্রিয়ায় সাদিক কায়েমের চ্যালেঞ্জ সংসদের উচ্চকক্ষ হবে ১০০ আসনের , মনোনয়ন পিআর পদ্ধতিতে ঐকমত্য কমিশনের বৈঠক : পিআর ঘিরে উত্তেজনা রিয়াদ যে নাহিদ ইসলামের শেল্টারে ছিল সেটা আমি জানতাম : জুলকারনাইন কিছুদিনের মধ্যেই নির্বাচনের তারিখ ঘোষণা: আইন উপদেষ্টা জাতীয় সনদে স্বাক্ষর নিয়ে যে বার্তা দিলো জামায়াত নির্বাচনের প্রস্তুতির কোনো বার্তা নেই : সেনাবাহিনী দলীয় প্রতীক থাকছে না সিটি করপোরেশন নির্বাচনেও ৫-৬ দিনে বুঝব আমরা কোথায় যাচ্ছি : প্রেস সচিব

আমিরাতে প্রবাসী বাংলাদেশিদের চাহিদায় বাড়ছে দেশি পণ্যের রপ্তানি

মেহেদী হাসান আনাস, বার্তা সম্পাদক
  • প্রকাশিত: রবিবার, ১১ মে, ২০২৫
  • ৯৫ বার পড়া হয়েছে

ঢাকা অফিস :

সংযুক্ত আরব আমিরাতে বসবাসরত দশ লাখের বেশি বাংলাদেশিদের চাহিদার কথা মাথায় রেখে গতিশীল হচ্ছে রপ্তানির বাজার। দেশ থেকে নিয়মিত পোশাক, ফলমূল, সবজি ও পাটজাত পণ্য যাচ্ছে সেখানে। তবে ধারাবাহিকভাবে কমছে হোম টেক্সটাইল পণ্যের রপ্তানি। মিশন বলছে, রপ্তানি আয় কমলেও ধীরে ধীরে তা সমতায় আসবে। তবে এই সময় আমিরাতের সঙ্গে সমন্বিত অর্থনৈতিক অংশীদারিত্বের বিষয়টিতে দেয়া হচ্ছে বিশেষ গুরুত্ব।

সংযুক্ত আরব আমিরাতের বিশাল বাংলাদেশি জনগোষ্ঠীর চাহিদা মাথায় রেখে দেশিয় পণ্য আমদানি করেন প্রবাসী ব্যবসায়ীরা। দেশটিতে নিয়মিত রপ্তানির তালিকায় রয়েছে পোশাক, ফলমূল, সবজির মতো নিত্যপ্রয়োজনীয় পণ্য। এসব পণ্য ছোট-বড় সুপার শপ ও বাংলাদেশি প্রতিষ্ঠানগুলোতে পাওয়া যায়। দেশটি থেকে রপ্তানি আয়ের বড় অংশ আসে এসব পণ্য থেকে।

চলতি অর্থ বছর দেশটি থেকে সর্বোচ্চ রপ্তানি আয় এসেছে নিট ওয়্যার, ওভেন গার্মেন্টস, ও পাটজাত পণ্য থেকে। গেল বছর এগ্রো প্রোডাক্টও ছিল এই তালিকায়।

পরিসংখ্যানে দেখা যায়, চলতি অর্থ বছরে দেশটি থেকে ৪৮ কোটি ডলারের রপ্তানি লক্ষ্যমাত্রা ধরা হলেও গত বছরের জুলাই থেকে চলতি বছরের মার্চ পর্যন্ত দেশটি থেকে রপ্তানি আয় এসেছে ২৮ কোটি ইউএস ডলার। লক্ষ্যমাত্রা থেকে এখনো যা ২০ কোটি ডলার পিছিয়ে।

রেডিমেড গার্মেন্টস ট্রেডার্স অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট ইমন মোহাম্মদ হাকিম বলেন, ‘আমরা আগে যে শিপমেন্ট ১৫ দিনের মধ্যে পেয়ে যেতাম, এখন সেটা ৪৫ দিন লাগে।’

রেডিমেড গার্মেন্টস ট্রেডার্স অ্যাসোসিয়েশন ভাইস প্রেসিডেন্ট শামীম আহমেদ বলেন, ‘অন্তর্বর্তী সরকার যদি ঢাকা থেকে দুবাই সরাসরি শিপমেন্টের ব্যবস্থা করতে পারে তাহলে আমাদের কাছে এটা ১০ থেকে ১৫ দিনের মধ্যে পৌঁছে যাবে।’

দুবাই-বাংলাদেশ কনস্যুলেটের কমার্শিয়াল কাউন্সিলর জানান, ২০২২-২৩ অর্থ বছর থেকে দেশটিতে হোম টেক্সটাইল পণ্যের রপ্তানি কমতে শুরু করে। যে কারণে ধারাবাহিকভাবে কমছে রপ্তানি আয়। চলতি বছরেও হোম টেক্সটাইল পণ্যের রপ্তানি নেমে এসেছে শূন্যের কোঠায়।

ব্যবসায়ীরা বলছেন, রপ্তানি বাড়াতে হলে বিমানবন্দরে গ্রাউন্ড হ্যান্ডলিং ও ফ্রেইট ফরওয়ার্ড চার্জ কমানোর বিকল্প নেই। পাশাপাশি ফল ও সবজির মতো পণ্যের আউটপুট প্যাকেজিং বিশ্বমানের করার দাবি তাদের।

দেশে উৎপাদিত পণ্যের জন্য বাজার গবেষণাসহ আমিরাতভিত্তিক প্রতিষ্ঠানগুলোর সঙ্গে সমন্বয় করা, রপ্তানি ঝুড়ি সম্প্রসারণ করতে ওষুধ, মিনিকেট চাল, মৌসুমি ফল ও সবজি, বায়ো ডিসপোজেবল প্লাস্টিক পণ্য, পাট ও চামড়াজাত পণ্য অন্তর্ভুক্ত করতে বলছেন প্রবাসীরা।

এস কে গ্রুপ অব কোম্পানির চেয়ারম্যান হাজী শেখ কামাল বলেন, ‘আমরা যারা এখানে বাংলাদেশি প্রবাসীরা আছি, তারা কিন্তু বাংলাদেশি চালটা এখনো পাই না, ভারতীয়টাই খাই।’

দেশটিতে নিযুক্ত রাষ্ট্রদূত বলছেন, গতবছর দেশের অস্থিতিশীলতায় রপ্তানি কিছুটা ক্ষতিগ্রস্ত হলেও চলতি অর্থবছরের অবশিষ্ট সময়ে এই আয়ে ফিরতে পারে সমতা।

আবুধাবির বাংলাদেশ দূতাবাসের রাষ্ট্রদূত তারেক আহমেদ বলেন, ‘আমরা একটা ইকোনমিক পার্টনারশিপের কথা ভাবি, যে পার্টনারশিপ হলে আমরা মনে করবো যে সংযুক্ত আরব আমিরাত আমাদেরকে একটা ইনিভাইটেবল পার্টনার হিসেবে গণ্য করবে।’

ব্যবসায়ীরা বলছেন, হোম টেক্সটাইল ও কৃষি পণ্যের ওপর জোর দেয়ার পাশাপাশি এই খাতে আয় বাড়াতে হলে ঢাকা ও চট্টগ্রাম থেকে সপ্তাহে অন্তত দুটি সরাসরি কার্গো ফ্লাইট নিশ্চিত করতে হবে। রপ্তানি নির্ভর প্রতিষ্ঠানগুলোকেও আরো বেশি করে এগিয়ে আসার দাবিও তাদের।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত খুলনা এডিশন-২০২৫
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট