ঢাকা অফিস::
নির্ভীক সাংবাদিক ও আমার দেশ পত্রিকার সম্পাদক মজলুম জননেতা মাহমুদুর রহমানের মায়ের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। রাতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এর মুখপাত্র সিনথিয়া জাহীন স্বাক্ষরিত গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। শোক বার্তায় বলা হয়
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে আমরা প্রফেসর মাহমুদা বেগমের ইন্তেকালে গভীর শোক ও সমবেদনা প্রকাশ করছি।
গতকাল ৬ জুলাই ভোর ৫টা ১৫ মিনিটে তিনি ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
তিনি শুধু একজন রত্নগর্ভা মা নন, বরং বাংলাদেশের শিক্ষা-সংস্কৃতি অঙ্গনের একজন নীতিবান ও প্রজ্ঞাবান অধ্যাপিকা হিসেবে দীর্ঘদিন ভূমিকা রেখে গেছেন। তাঁর সন্তানদের মধ্যে জনাব মাহমুদুর রহমান একজন বরেণ্য সম্পাদক ও মতপ্রকাশের স্বাধীনতার বলিষ্ঠ কণ্ঠস্বর, যাঁর পেছনে প্রফেসর মাহমুদা বেগমের নৈতিক শিক্ষা ও মূল্যবোধের বিশাল প্রভাব ছিল।
আমরা তাঁর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি এবং মহান আল্লাহর দরবারে প্রার্থনা করছি, আল্লাহ যেন তাঁকে জান্নাতুল ফেরদৌসের উচ্চতম মর্যাদা দান করুন এবং তাঁর পরিবার-পরিজনকে এই শোক বহনের শক্তি ও ধৈর্য দান করুন।