ঢাকা অফিস::
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগের ২০২২–২৩ শিক্ষাবর্ষের মেধাবী শিক্ষার্থী ও জুলাই গণঅভ্যুত্থানের অকুতোভয় সৈনিক আহসান খান এর অকাল মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে বিবৃতি দিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন।
সোমবার রাতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মুখপাত্র সিনথিয়া জাহীন আয়েশা স্বাক্ষরিত গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে জানানো হয়,
গত ৬ জুলাই সন্ধ্যায় হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাঁকে রাজধানীর নিউরোসায়েন্স হাসপাতালে ভর্তি করা হয়।সেখানে চিকিৎসাধীন অবস্থায় ৭ জুলাই রাত ১০টার দিকে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
মস্তিষ্কে রক্তক্ষরণজনিত কারণে এই হৃদয়বিদারক মৃত্যুর ঘটনা ঘটেছে বলে জানা গেছে।
আহসান খান ছিলেন ফ্যাসিবাদ বিরোধী সংগ্রামের সম্মুখসারির কর্মী। গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে আহসান খানের অবদান চির স্মরণীয়।
আহসান খানের অকাল মৃত্যুতে সভাপতি রিফাত রশীদ ও সাধারণ সম্পাদক হাসান ইনাম গভীর শোক প্রকাশ করেছেন ও তার পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন বলে বিবৃতিতে উল্লেখ করা হয়।