ক্রিকেট এডিশন::
শ্রীলঙ্কার মাটিতে ওয়ানডে সিরিজ জয়ের স্বপ্ন অধরাই রয়ে গেল। লঙ্কানদের বিপক্ষে ৩ ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে ৭৭ রানের পরাজয়ের পর দ্বিতীয় ম্যাচে ১৬ রানের শ্বাসরুদ্ধকর জয়ের পর স্বপ্ন দেখতে শুরু করে বাংলাদেশ ক্রিকেট দল। কিন্তু সিরিজের শেষ ও অঘোষিত ফাইনালে ৯৯ রানের বিশাল ব্যবধানে পরাজয়ের পর সেই স্বপ্ন অধরাই রয়ে গেল বাংলাদেশ দলের। টসে জিতে প্রথমে ব্যাট করে ২৮৫ রান করে স্বাগতিকরা। ২৮৬ রানের বিশাল লক্ষ তাড়া করতে নেমে ৩৯.৪ ওভারে মাত্র ১৮৬ রানে অলআউট হয়ে যায় মিরাজ বাহিনী। হৃদয়ের ৫১ রান ও অধিনায়ক মিরাজের ২৮ রান ছাড়া কেউ উল্লেখযোগ্য সংগ্রহ করতে পারেনি।