চট্টগ্রাম অফিস::
সাফ জয়ী তারকা ফুটবলার ঋতুপর্ণা চাকমার ক্যান্সার আক্রান্ত মায়ের চিকিৎসার জন্য তারেক রহমানের নির্দেশে পরিবারের সদস্যদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ, আর্থিক সহায়তা প্রদান ও চিকিৎসার দায়িত্ব নিল আমরা বিএনপি পরিবার।
০৯ জুলাই বুধবার রাঙামাটির বগাছড়ি গ্রামে ঋতুপর্ণা চাকমার মায়ের সাথে সাক্ষাৎ ও চিকিৎসার খোঁজখবর নেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব এডভোকেট রুহুল কবির রিজভী। এসময় আমরা বিএনপি পরিবার এর সদস্যরা উপস্থিত ছিলেন।
পাহাড়ের দূর্গম পথ পাড়ি দিয়ে তার গ্রামের বাড়িতে হাজির হয়ে নগদ ২ লাখ টাকা প্রদান ও প্রতিটি কেমোথেরাপির ব্যবস্থা করা হবে বলে জানান বিএনপির এই প্রবীণ নেতা। এসময় তিনি বলেন তার মায়ের সাথে কথা বলেন এবং সাহস দিয়ে বলেন, আপনি কখনো একা মনে করবেন না। বাংলাদেশের সবচেয়ে বড় রাজনৈতিক দল বিএনপি আপনার পাশে রয়েছে।