আজ সন্ধ্যায় রাজধানী কাফরুলে ১৯ জুলাই বাংলাদেশ জামায়াতে ইসলামীর জাতীয় সমাবেশে যোগ দিতে আহবান জানিয়ে মিছিল করেছে কাফরুল দক্ষিণ থানা জামায়েত ইসলামীর কয়েকশত নেতা ও কর্মী। মিছিলকারীরা ইব্রাহিমপুর পাকার মাথা হতে শুরু করে কাফরুলের বিভিন্ন রাস্তা প্রদক্ষিণ করেন এবং মিছিল শেষে পথসভায় থানা আমীর উপাধ্যক্ষ মুহাঃ আনোয়ারুল করিমের বক্তব্যের মাধ্যমে মিছিলের কার্যক্রম শেষ হয়।
মিছিলের নেতৃত্ব দেন কাফরুল থানা দক্ষিণের আমীর উপাধ্যক্ষ মুহাঃ আনোয়ারুল করিম, এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন কাফরুল জোনের টিম সদস্য মোঃ আলাউদ্দিন, থানা দায়িত্বশীল মোহাম্মদ মুর্তজা, সৈয়দ মেজবাহ উদ্দিন মাহিন, ওহিদুজ্জামান তপন, ইকবাল হোসেন, এস এম জাকির হোসাইন, হাসানুর রহমান, আনিসুর রহমান, সেলিম খলিফা, আরও উপস্থিত ছিলেন ওয়ার্ড দায়িত্বশীল মোস্তাফিজুর রহমান, আবু সায়েদ খুদরী, জাহাঙ্গীর আলম, নূর আহমেদ, আফজালুর হক, আবদুল্লাহ আল মামুন, মাওঃ এনামুল হক সহ আরো অনেকে।
মিছিল উত্তর পথসভায় বক্তব্যেকালে কাফরুল দক্ষিণ থানার আমীর বলেন বাংলাদেশর বিভিন্ন জায়গায় এখনো সৈরাচাররে দোসররা বিভিন্ন জায়গায় বসে আছে , তাদেরকে অপসরণ করতে হবে। একটি নিরপেক্ষ নির্বাচন করতে হলে স্বৈরাচারের অপসারণের পাশাপাশি দরকার একটি লেবেল প্লেয়িং ফিল্ড, আমীরে জামায়াতের উদ্ধৃতি দিয়ে তিনি বলেন ”জামায়েত ইসলামী ক্ষমতায় গেলে ভক্ষক হবে না বরং মানুষের সেবক হবে” দেশকে একটি ন্যায় ও ইনসাফ ভিত্তিক রাষ্ট্রে পরিণত করা হবে জামায়াতের মূল লক্ষ্য। পরিশেষে তিনি মিছিলে অংশগ্রহণকারী নেতা কর্মীদের ধন্যবাদ দিয়ে এবং আগামী ১৯ জুলাই বাংলাদেশ জামায়াতে ইসলামীর জাতীয় সমাবেশে যোগ দিতে এলাকার সর্বস্তরের জনগণকে আহবান জানিয়ে মিছিলের কার্যক্রম সমাপ্তি ঘোষণা করেন।