ঢাবি প্রতিনিধি::
রাজধানীর মিটফোর্ড হাসপাতালের সামনে প্রকাশ্যে দিবালোকে নির্মমভাবে ব্যবসায়ীকে পাথর মেরে হত্যার প্রতিবাদে ও দোষীদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে ঢাবিতে বিক্ষোভ মিছিল করেছে বিএনপির ছাত্র সংগঠন জাতীয়তাবাদী ছাত্রদল।
শুক্রবার রাত ১০ টায় জাতীয়তাবাদী ছাত্রদল ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল বের করে। এতে নেতৃত্ব দেন ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সভাপতি গণেশ চন্দ্র সাহস।
মিছিলটি ছাত্র-শিক্ষক কেন্দ্র (টিএসসি) থেকে শুরু হয়ে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে ডাকসু চত্বর পার্শ্ব রাস্তায় সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।