খুলনা এডিশন::
জুলাই পদযাত্রার অংশ হিসেবে আজ বাগেরহাটের রামপালে আসছেন জাতীয় নাগরিক কমিটি ( এনসিপি) এর কেন্দ্রীয় নেতৃবৃন্দ।
উপজেলার ফয়লা বাস স্ট্যান্ডে অনুষ্ঠিতব্য এনসিপির পথসভায় উপস্থিত থাকবেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম, সদস্য সচিব আখতার হোসেন, জৈষ্ঠ্য আহ্বায়ক ডাঃ তাসনিম জারা, যুগ্ম আহ্বায়ক উত্তরাঞ্চল সারজিস আলম, যুগ্ম আহ্বায়ক দক্ষিণাঞ্চল হাসনাত আব্দুল্লাহ , নাসিরউদ্দিন পাটোয়ারী,সামান্থা শারমিন, মোল্লা রহমত উল্লাহ সহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ। বিষয়টি নিশ্চিত করেছেন রামপাল উপজেলা এনসিপির প্রধান সমন্বয়কারী মাজেদুর রহমান জুয়েল।
ইতোমধ্যে ফয়লা বাস স্ট্যান্ড এলাকা পরিদর্শন করেছেন এনসিপির নেতৃবৃন্দ, ব্যানার টানানো হয়েছে, মাঠে পানি থাকায় বালু ভরাট করা হয়েছে। গত ১৫ দিন যাবত এলাকায় মাইকিংসহ পোস্টার, ফেস্টুন ও লিফলেট বিতরণ করেছেন এনসিপি নেতারা।