খুলনা এডিশন::
সারাদেশে চাঁদাবাজি, হত্যা ও সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির ঢাকা মহানগর দক্ষিণের উদ্যোগে ১২ জুলাই (শনিবার) সকাল ১১টায় এ বিক্ষোভ অনুষ্ঠিত হয়।
মিছিলে মহানগর দক্ষিণের সভাপতি হেলাল উদ্দিনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় দপ্তর সম্পাদক সিবগাতুল্লাহ। মিছিলটি জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে শুরু হয়ে মিডফোর্ড হাসপাতালের সামনে গিয়ে শেষ হয়। মিছিল-পরবর্তী সমাবেশে বক্তব্য রাখেন ছাত্রশিবিরের কেন্দ্রীয় ও মহানগর নেতৃবৃন্দ।
এ সময় আরও উপস্থিত ছিলেন কেন্দ্রীয় প্রচার সম্পাদক আজিজুর রহমান আজাদ, ছাত্র অধিকার সম্পাদক আমিরুল ইসলাম, প্রকাশনা সম্পাদক সাদিক কায়েমসহ কেন্দ্র ও মহানগর নেতৃবৃন্দ।