ঢাকা অফিস :
অ্যাস্টন ভিলা ছেড়ে নতুন ঠিকানায় যাওয়ার ইঙ্গিত আগেই দিয়েছিলেন আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজ। তবে যেখানেই যাওয়ার গুঞ্জন উঠে সেই ক্লাবে নতুন কাউকে ভেড়ানোর খবরও আসছিল। এরই মাঝে মার্টিনেজের জন্য নতুন করে ভিলার সঙ্গে আলোচনায় নামার কথা শোনা যাচ্ছে ইংলিশ প্রিমিয়ার লিগের আরেক ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেডের।
ওল্ড ট্রাফোর্ডের ক্লাবটি নাকি আন্দ্রে ওনানার জায়গায় অন্য কাউকে গোলবার সামলানোর দায়িত্ব দিতে চায়। গত মৌসুমে তার বেশকিছু ম্যাচে ভুল করার উল্লেখযোগ্য ঘটনা রয়েছে, যার জন্য বড় মূল্য দিতে হয় রুবেন অ্যামোরিমের দলকে। তখনই ওনানাকে ইউনাইটেডের দীর্ঘমেয়াদী পরিকল্পনায় রাখা উপযুক্ত হবে কি না সেই আলোচনা শুরু হয়। এরই মাঝে আবার ফরাসি ক্লাব এস মোনাকো এই ক্যামেরুনিয়ান গোলরক্ষককে দলে নেওয়ার আগ্রহ দেখানোর কথা জানিয়েছে সংবাদমাধ্যম ‘দ্য সান’।
এদিকে, আর্জেন্টাইন সাংবাদিক গ্যাস্তন এদুলের তথ্যমতে— ইউনাইটেড বিশ্বকাপজয়ী গোলরক্ষক মার্টিনেজকে সর্বোচ্চ প্রাধান্য দিচ্ছে। তিনি সাম্প্রতিক সময়ে জাতীয় দল এবং ক্লাব উভয়ক্ষেত্রেই দর্শনীয় পারফর্ম করেছেন। বলা হচ্ছে তিনি রুমেন অ্যামোরিমের কাঙ্ক্ষিত তালিকায় আছেন সামনের দিকে। ভিলা ও ইউনাইটেডের মধ্যকার আলোচনা শুরুরও প্রক্রিয়ায় আছে, যদিও এখনও উভয়পক্ষ কোনো চূড়ান্ত সম্মতিতে যায়নি।
অ্যাস্টন ভিলার হয়ে পাঁচটি সফল মৌসুম শেষে ৩১ বছর বয়সী এই গোলরক্ষক এবারের গ্রীষ্মে নতুন চ্যালেঞ্জ নিতে চান। গত মৌসুমের শেষে তিনি ম্যাচ পরবর্তী সময়ে আবেগময় বিদায়েরই আভাস দিয়েছিলেন। দর্শকদের অভিবাদনের জবাব দেন অশ্রুসিক্ত চোখে। তখনই দিবু মার্টিনেজের ভিলা পার্ক ছেড়ে যাওয়া নিয়ে গুঞ্জন জোরালো হয়। এর বাইরে অ্যাস্টন ভিলারও আর্থিক চাপ সামলাতে তারকা ফুটবলারকে ছেড়ে দেওয়ার বাধ্যবাধকতা তৈরি হয় ‘প্রফিট অ্যান্ড সাস্টেইনেবিলিটি রুলস (পিএসআর)’–এর অধীনে। সেই ধারাবাহিকতায় ক্লাবটির নারী দল নিজেদের উদ্বেগ কমানোর পথে হাঁটছে। পুরুষ দলকেও একই পথে দেখাটা অস্বাভাবিক হবে না!
অন্যদিকে, সংবাদমাধ্যম ইএসপিএনের দাবি– মোনাকোর আগ্রহ সত্ত্বেও ইউনাইটেডেই থাকতে চান ওনানা। এর বাইরে এমি মার্টিনেজও তার আর্জেন্টাইন সতীর্থ লিসান্দ্রো মার্টিনেজের সঙ্গে ওল্ড ট্রাফোর্ডের ঠিকানায় যোগ দেওয়ার ব্যাপারে মনোযোগী। যদিও এর আগে তাকে জড়িয়ে স্প্যানিশ ক্লাব অ্যাতলেটিকো মাদ্রিদ, ইতালিয়ান জায়ান্ট এসি মিলান ও সৌদি প্রো লিগের ক্লাবের পক্ষ থেকে বিশাল প্রস্তাব পাওয়ার খবর বেরিয়েছিল।
দলবদলের এসব গুঞ্জন ও নানামুখী আলোচনার মাঝেই এমি মার্টিনেজ অ্যাস্টন ভিলার প্রাক-মৌসুম প্রস্তুতির অনুশীলনে যোগ দিয়েছেন। আসন্ন প্রীতি ম্যাচের প্রাথমিক দলে তাকে রেখেছেন ভিলা কোচ উনাই এমেরি। প্রীতি ম্যাচ খেলতে ক্লাবটি জার্মানি ও যুক্তরাষ্ট্রে সফরের কথা রয়েছে। ভিলায় ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা থাকলেও, গত তিন মৌসুমের মধ্যে দু’বার সেরা গোলরক্ষকের পুরস্কারজয়ী এমি পরবর্তী ঠিকানা চূড়ান্ত হওয়ার আগপর্যন্ত সম্ভবত এই ক্লাবের সঙ্গেই থাকছেন!