1. khulnaedition@gmail.com : Khulna Edition : Khulna Edition
  2. md.ahsanulrobiul@gmail.com : Ahsanul Islam : Ahsanul Islam
  3. hasanur321@gmail.com : হাসানুর রহমান : হাসানুর রহমান
  4. habibullahbhola467@gmail.com : মোঃ হাবিবুল্লাহ : মোঃ হাবিবুল্লাহ
  5. imranbinrabiul@gmail.com : Md Imran Nazir : Md Imran Nazir
  6. mizan070301@gmail.com : মোঃ মিজানুর রহমান : মোঃ মিজানুর রহমান
  7. mahedihasananas@gmail.com : Mahedi Hasan Anas : Mahedi Hasan Anas
  8. zakirnet@yahoo.com : SM ZAKIR Hossain : SM ZAKIR Hossain
  9. admin@www.khulnaedition.com : খুলনা এডিশন :
  10. zaberhosen1143@gmail.com : মোঃ জাবের হোসেন : মোঃ জাবের হোসেন
বৃহস্পতিবার, ১৭ জুলাই ২০২৫, ০১:০৮ পূর্বাহ্ন

বর্ষায় বন্ধুদের সঙ্গে কোথায় ঘুরতে যাবেন?

মেহেদী হাসান আনাস, বার্তা সম্পাদক
  • প্রকাশিত: বুধবার, ১৬ জুলাই, ২০২৫
  • ৪৭ বার পড়া হয়েছে
Image 205222 1752636533

ঢাকা অফিস : 

বর্ষা মানেই ভেজা মন, কাদাপানি আর চায়ের কাপে টুং টাং আড্ডা! সারাদিন ঝিরিঝিরি বৃষ্টি আর বন্ধুরা সঙ্গে থাকলে তো কথাই নেই! যদি ভাবেন এই বর্ষায় বন্ধুদের নিয়ে কোথাও ঘুরতে যাবেন, তাহলে আপনার জন্য আছে দারুণ কিছু জায়গার তালিকা, যা বাংলাদেশের মধ্যেই।

ঘুরতে যাওয়ার মোক্ষম সুযোগ পেলেই ব্যাগ-পত্র গুছিয়ে নিন, ঘুরে আসুন। আর চলুন দেখে নিই, কোথায় কোথায় যেতে পারেন এই মন ভালো করা বর্ষায়।

১. সাজেক ভ্যালি (রাঙামাটি)

বর্ষায় বন্ধুদের সঙ্গে কোথায় ঘুরতে যাবেন?

বর্ষায় সাজেকের রূপ যেন আরও মায়াবী হয়ে ওঠে। মেঘের রাজ্য বলেই পরিচিত এ জায়গাটি, আর বর্ষায় তো সত্যি সত্যিই মেঘের ভেলায় ভাসবেন মনে হয়। বন্ধুরা মিলে একটা জিপ নিয়ে বেড়িয়ে পড়ুন, পাহাড়ি রাস্তায় একটু সাহস আর অনেক মজা। এই বর্ষায় বন্ধুদের সঙ্গে সাজেক হতে পারে পারফেক্ট গেটওয়ে।

২. সিলেট- জাফলং, বিছনাকান্দি আর রাতারগুল

সিলেটের প্রাকৃতিক সৌন্দর্য বর্ষায় যেন আরও প্রাণ পায়। সিলেটে যেতে চাইলে নির্ভয়ে চলে যেতে পারেন উল্লেখিত জায়গাগুলোয়-

বিছনাকান্দি: পাথর আর পানির এক স্বপ্নের মতো জায়গা। জাফলং: মেঘালয়ের পাড় ঘেঁষা নদী আর চা-বাগান—একসঙ্গে দুই অভিজ্ঞতা। রাতারগুল সোয়াম্প ফরেস্ট: বর্ষায় নৌকায় ভেসে বেড়ানো যায় গাছেদের ভেতর দিয়ে—একেবারে অ্যাডভেঞ্চার মুভির মতো!

বর্ষায় বন্ধুদের সঙ্গে কোথায় ঘুরতে যাবেন?

৩. লাউয়াছড়া ন্যাশনাল পার্ক (মৌলভীবাজার)

প্রকৃতিপ্রেমীদের জন্য লাউয়াছড়া এক দারুণ জায়গা। বন্ধুরা মিলে জঙ্গলের মধ্য দিয়ে হেঁটে যাওয়ার এক অন্যরকম মজা। বর্ষায় সবুজের পরিমাণ বেড়ে যায়, গাছ-পাতা ভিজে চুপচুপে হয়ে এক নতুন সৌন্দর্য এনে দেয়।

বর্ষায় বন্ধুদের সঙ্গে কোথায় ঘুরতে যাবেন?

৪. চন্দ্রনাথ পাহাড় (সীতাকুণ্ড, চট্টগ্রাম)

যারা ট্রেকিং পছন্দ করেন, তাদের জন্য চন্দ্রনাথ পাহাড় চমৎকার। বর্ষায় পাহাড়ে উঠতে একটু কষ্ট হলেও মেঘ আর ঠান্ডা বাতাস সব ক্লান্তি ভুলিয়ে দেবে। সঙ্গে আছে সীতাকুণ্ড ইকোপার্ক এবং জলপ্রপাত ঘুরে দেখার সুযোগ।

বর্ষায় বন্ধুদের সঙ্গে কোথায় ঘুরতে যাবেন?

৫. মেহেরপুর বা কুষ্টিয়া– ইতিহাস আর সংস্কৃতির সঙ্গে বর্ষা

বর্ষা শুধু প্রকৃতিতে ভ্রমণ নয়, একটু ইতিহাসের টান থাকলেও খারাপ হয় না। চাইলে ঘুরে আসাতে পারেন—

– কুষ্টিয়ার রবীন্দ্র কুঠিবাড়ি, লালন শাহের আখড়া – মেহেরপুরের আমঝুপির ঐতিহাসিক স্থান – বন্ধুদের সঙ্গে বর্ষায় একটু অন্যরকম ট্রিপের মজা নিতে চাইলে এই জায়গাগুলোও হতে পারে ভালো অপশন।

বর্ষায় বন্ধুদের সঙ্গে কোথায় ঘুরতে যাবেন?

৬. পেয়ারা বাগান ও ভাসমান বাজার (স্বরুপকাঠি, পিরোজপুর)

বর্ষা আর পেয়ারা- দুটো যেন একসঙ্গে হাত ধরাধরি করে আসে! পিরোজপুরের স্বরুপকাঠিতে আপনি পাবেন ভাসমান পেয়ারা বাজার, যেটা বর্ষায় সবচেয়ে একটিভ থাকে। নৌকায় ঘুরে ঘুরে পেয়ারা বাগান দেখা, তাজা পেয়ারা খাওয়া বন্ধুদের সঙ্গে একদিনের ট্রিপের জন্য একদম পারফেক্ট।

বর্ষায় বন্ধুদের সঙ্গে কোথায় ঘুরতে যাবেন?

৭. কুয়াকাটা- সূর্যোদয় ও সূর্যাস্ত একসঙ্গে দেখার একমাত্র জায়গা

বর্ষার সময় কুয়াকাটার সৈকত একটু বেশি রোমান্টিক হয়ে যায়। বন্ধুদের সঙ্গে সমুদ্রের ধারে বসে বৃষ্টির ছাঁটে চা খাওয়ার মজাটাও যেন আলাদা। চাইলে যেতে পারেন ফাতরার চর বা গঙ্গামতির জঙ্গলে। সমুদ্রের ঢেউ, কাদামাটি, আর বর্ষার ঠাণ্ডা বাতাস মিলে মন ভালো হয়ে যাবে।

বর্ষায় বন্ধুদের সঙ্গে কোথায় ঘুরতে যাবেন?

৮. হাওর

বর্ষা আর হাওর- এই দুই যেন একে অপরের সঙ্গে মিলেমিশে একাকার হয়ে যায়। বছরের এই সময়টায় হাওরগুলো পানিতে টইটম্বুর হয়ে ওঠে। চারপাশে শুধু পানি আর পানি, মাঝে মাঝে গাছের মাথা, ভাসমান ঘর আর নৌকার শব্দ। এ যেন এক স্বপ্নের জগৎ।

বর্ষায় বন্ধুদের সঙ্গে কোথায় ঘুরতে যাবেন?

কোথায় যাবেন?

টাঙ্গুয়ার হাওর (সুনামগঞ্জ) – সবচেয়ে জনপ্রিয়, কাঁচের মতো স্বচ্ছ পানি আর নৌকায় দিন-রাত ঘোরা যায়।

শাল্লা ও তাহিরপুর – তুলনামূলকভাবে শান্ত জায়গা, কম ভিড়।

মিঠামইন (কিশোরগঞ্জ) – হাওরের উপর নির্মিত অলওয়েদার রোড দিয়ে ঘুরে বেড়ানোও এক দারুণ অভিজ্ঞতা।

ভ্রমণে কিছু দরকারি টিপস:

– ছাতা, রেইনকোট আর জলরোধী ব্যাগ নিতে ভুলবেন না।

– পাহাড়ি জায়গায় গেলে জুতো যেন গ্রিপ ভালো হয়।

– ক্যামেরা বা মোবাইল পানিতে যেন না ভিজে, সেজন্য পলিব্যাগ বা ওয়াটারপ্রুফ কেস ব্যবহার করুন।

– হালকা-পাতলা জামাকাপড় পরুন, যাতে ভিজলেও কষ্ট না হয়।

বর্ষা মানেই শুধু চায়ের কাপ নিয়ে ঘরে বসে থাকা নয়; বরং বন্ধুদের সঙ্গে প্রকৃতিকেও একটু ভিন্নভাবে দেখা। সঠিক প্রস্তুতি নিয়ে ঘুরতে বের হলে এই বর্ষাই হয়ে উঠতে পারে বছরের সেরা সময়!

তাহলে আর দেরি কেন? ব্যাগ গোছান, বন্ধুদের ডাক দিন আর বেরিয়ে পড়ুন বর্ষার রোমাঞ্চে! আপনার প্রিয় বর্ষার ঘোরার জায়গা কোনটা? কমেন্টে জানাতে ভুলবেন না!

তথ্যসূত্র : দৈনিক কালবেলা 

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত খুলনা এডিশন-২০২৫
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট