খুলনা এডিশন::
জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)এর শরিয়তপুর ও মাদারীপুর জেলার জুলাই পদযাত্রা কর্মসূচি স্থগিত করা হয়েছে।
বুধবার রাত ১০ টায় খুলনা প্রেস ক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম এ তথ্য নিশ্চিত করেন।
বুধবার গোপালগঞ্জে শান্তি পূর্ণ মার্চ টু গোপালগঞ্জ’ কর্মসূচিতে নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগ ও ছাত্রলীগ হামলা চালায়। এতে এনসিপির ৩ কেন্দ্রীয় নেতা আহত হয়েছে। এছাড়াও এনসিপির ৬ টি গাড়ি ভাঙচুর করে আওয়ামী লীগ। এনসিপির সমাবেশ স্থলে অগ্নিসংযোগ করে এবং গাছ কেটে সড়ক অবরোধ করে। পরবর্তীতে সেনাবাহিনীর বিশেষ পাহারায় সন্ধ্যায় খুলনায় আসেন এনসিপির কেন্দ্রীয় নেতারা। খুলনা সার্কিট হাউসে অবস্থান নেন। পরে রাত পৌনে দশটায় খুলনা প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে এনসিপি।