ঢাকা অফিস::
রাজধানীর মতিঝিলের সেনা কল্যাণ ভবনে আগুন লাগার ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট।
বৃহস্পতিবার (১৭ জুলাই) রাত ১০টা ৪০ মিনিটে আগুন লাগার ঘটনা ঘটে। ফায়ার সার্ভিস সদর দপ্তরের মিডিয়া সেল কর্মকর্তা আনোয়ারুল ইসলাম দোলন বিষয়টি নিশ্চিত করেছেন৷
তিনি বলেন, রাত ১০টা ৪০ মিনিটে আগুন লাগার খবর পেয়ে সিদ্দিকবাজার ফায়ার স্টেশন পাঁচটি ইউনিট সেখানে পৌঁছায় এবং আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। প্রাথমিক অবস্থায় ক্ষয়ক্ষতির কোনো খবর পাওয়া যায়নি।