খুলনা এডিশন::
ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের শিক্ষার্থী মৌমিতা বিশ্বাসের মৃত্যু হয়েছে। মৃত্যুর পর চিকিৎসা কেন্দ্রের অব্যবস্থাপনা ও প্রশাসনের দায়িত্বহীনতার অভিযোগ তুলে মানববন্ধন করেছেন শিক্ষার্থীরা। এ সময় তারা বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টারের নাম পরিবর্তন করে ‘নাপা সেন্টার’ লিখে ব্যানার টাঙিয়ে দেন।
বৃহস্পতিবার (১৭ জুলাই) বিকেলে বিশ্ববিদ্যালয়ের প্যারিস রোডে মানববন্ধন করেন শিক্ষার্থীরা। পরে তারা প্রশাসনের কাছে স্মারকলিপি দেন এবং মিছিল নিয়ে মেডিকেল সেন্টারে যান।
এ সময় বাংলা বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী তন্দ্রা বলেন, মৌমিতার মৃত্যু অত্যন্ত বেদনাদায়ক। আমরা মনে করি প্রশাসনের অব্যবস্থাপনা ও চিকিৎসা সেবার অভাবেই তার মৃত্যু হয়েছে। মেডিকেল সেন্টারে গেলে চিকিৎসক পাওয়া যায় না, সেবাও খুব সীমিত। প্রশাসন যদি আমাদের চিকিৎসাসহ সবে মৌলিক অধিকারগুলো নিশ্চিত করতে পারত, তাহলে আজ হয়তো মৌমিতার মৃত্যু হতো না।