খুলনার দাকোপে পথসভায় বক্তব্য রাখছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডাঃ শফিকুর রহমান।
মঙ্গলবার সকালে ঢাকা থেকে হেলিকপ্টারে করে খুলনার দাকোপে আসেন জামায়াত আমীর। এসময় সাথে আছেন জামায়াতের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম সরোয়ার।
উল্লেখ্য ১৯ জুলাই রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে জামায়াতের জাতীয় সমাবেশ এ যোগদানের লক্ষ্যে খুলনা থেকে ঢাকা যাওয়ার পথে ফরিদপুরের ভাঙ্গা এলাকায় এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নিহত হন খুলনার দাকোপ উপজেলা আমীর মাওলানা আবু সাঈদ ও জামায়াত কর্মী আমানত শেখ। তাদের পরিবারের সদস্যদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ এর জন্য জামায়াত আমীর খুলনা সফর করছেন।