খুলনা এডিশন::
সাতক্ষীরা জেলার কালিগঞ্জ উপজেলা জামায়াতে ইসলামীর বিভিন্ন ইউনিয়নের অগ্রসর কর্মীদের নিয়ে দিনব্যাপী শিক্ষা শিবির অনুষ্ঠিত হয়েছে।
২৫ জুলাই (শুক্রবার) বাংলাদেশ জামায়াতে ইসলামীর কালিগঞ্জ উপজেলা আমীর জনাব মাওঃ আব্দুল ওহাব সিদ্দিকীর সভাপতিত্বে শিক্ষা শিবিরে প্রধান অতিথি ছিলেন সাতক্ষীরা জেলা জামায়াতের সেক্রেটারি মাওঃ আজিজুর রহমান।
উপজেলা শুরা ও কর্মপরিষদ সদস্য দাওয়াহ ও তা’লীমুল কুরআন বিভাগীয় সেক্রেটারি মাওঃ নূরুজ্জামান হাবীবী’র পরিচালনায় শিক্ষা শিবিরে বিষয় ভিত্তিক আলোচনা করেন উপজেলা সেক্রেটারি অধ্যাপক আব্দুর রউফ, অর্থ সম্পাদক অধ্যক্ষ আবু রাসেল আসকারী, সোভনালী ইউনিয়নের চেয়ারম্যান জনাব মাওঃ আবু বকর সিদ্দিক।
শিক্ষা শিবিরে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা নায়েবে আমীর মাওঃ লিয়াকত আলী, উপজেলা সহঃ সেক্রেটারি জনাব আবু ইসলাম ও মাওঃ আনোয়ারুল ইসলাম, উপজেলা শুরা ও কর্মপরিষদ সদস্য মাওঃ আব্দুল মোমেন, মাষ্টার সালাহউদ্দিন, মাওঃ নূরুল ইসলাম, মাষ্টার আফতাব উদ্দিন, নলতা ইউনিয়ন আমীর মাষ্টার আকবার হোসেন, রতনপুর ইউনিয়ন আমীর কারী আফতাবুজ্জামান প্রমুখ।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, ইসলামী আন্দোলনের কর্মীদের নবী-রাসূল ও সাহাবাদের পদাঙ্ক অনুসরণ করে এবং যুগে যুগে পৃথিবীর বিভিন্ন স্থানে আবির্ভূত মহামনিষীদের দেখানো পথে চলতে হবে। ব্যক্তিগত জীবনে নিজেদের আত্নগঠন করতে হবে।
মানুষকে আল্লাহর দিকে আহবান করতে হবে। ইহকলীন শান্তি ও পরকালীন মুক্তির জন্য নিজেদের প্রস্তুত করতে হবে, সাথে সাথে মানুষদের ও এই পথে চলার আহ্বান করতে হবে।