শনিবার ৪ টি সফল বাইপাস সার্জারির পর আইসিইউতে রাখা হয়েছিল বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডাঃ শফিকুর রহমানকে। রবিবার বিকেলে তার ভেন্টিলেটর খুলে দেয়া হয়েছে। সুস্থ আছেন বলে জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ও মিডিয়া বিভাগের প্রধান এডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের।
এক বার্তায় তিনি জানান, আলহামদুলিল্লাহ আমীরে জামায়াত এখন সুস্থ আছেন,তার ভেন্টিলেটর খুলে দেয়া হয়েছে, লিকুইড খাবার খাচ্ছেন। স্বাভাবিক ভাবেই শ্বাস প্রশ্বাস নিচ্ছেন। এছাড়া আমীরে জামায়াত এর সকল প্যারামিটার ভালো আছে, তিনি কথা বলতে পারছেন। দেশে বিদেশে থাকা সকল শুধী শুভাকাঙ্ক্ষীদের কাছে দোয়া চেয়েছেন।