ঢাকা অফিস
ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমীর হযরত মাওলানা মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করিম বাংলাদেশ জামায়াতে ইসলামির আমির ডা, শফিকুর রহমানকে দেখতে রাজধানীর একটি হাসপাতালে যান।
গতকাল বুধবার সন্ধ্যায় তিনি হাসপাতালে ডা. শফিকুর রহমানের সঙ্গে দেখা করেন। এ সময় মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করিম তার পরিপূর্ণ সুস্থতার জন্য মহান আল্লাহর দরবারে দোয়া করেন।
বৃহস্পতিবার (০৭ আগস্ট) বাংলাদেশ জামায়াতে ইসলামীর ভেরিফাইড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এ তথ্য জানানো হয়।
জামায়াত আমির এ সময় শায়খের প্রতি আন্তরিক কৃতজ্ঞ ও ধন্যবাদ জ্ঞাপন করেন।
উল্লেখ্য, গত শনিবার সকালে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে আমীরে জামায়াতের হার্টের বাইপাস সার্জারি করা হয়।
তিনি এখন কেবিনে অবস্থান করছেন এবং হাসপাতালের করিডোরে নিজে নিজে হাঁটতে পারছেন। তিনি দেশবাসীর কাছে তিনি দো’য়া চেয়েছেন।