খুলনা এডিশন::
সাতক্ষীরার কালিগঞ্জে জামায়াতে ইসলামীর উপজেলা যুব ও ক্রীড়া বিভাগের নির্বাচনী কর্মী শিক্ষা শিবির অনুষ্ঠিত হয়েছে ।
২২ আগস্ট (শুক্রবার) সকাল ৮ টায় কালীগঞ্জ সরকারি কলেজ অডিটোরিয়ামে উপজেলা যুব ও ক্রীড়া বিভাগের সেক্রেটারী ইউপি সদস্য জামাল ফারুকের সঞ্চালনায় উপজেলা যুব ও ক্রীড়া বিভাগের সভাপতি মাওলানা আনোয়ারুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জামায়াতে ইসলামী সাতক্ষীরা জেলা সেক্রেটারি মাওলানা আজিজুর রহমান। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা আমীর মাওলানা আব্দুল ওহাব সিদ্দিকী ও কালিগঞ্জ উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান, উপজেলা জামায়াতের সেক্রেটারি অধ্যাপক আব্দুর রউফ সহ উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের নেতৃবৃন্দ।
অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন, ন্যায় ও সত্য প্রতিষ্ঠার আন্দোলনে কর্মীদের সাহস, ত্যাগ ও সততা অপরিহার্য। তিনি আরও বলেন, সংগঠনের মূল শক্তি কর্মীরা, তাই সংগঠনকে শক্তিশালী করতে প্রতিটি কর্মীকেই দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
একটি শক্তিশালী সংগঠন গড়ে ওঠে শুধু নেতৃত্বের কারণে নয়, বরং তার কর্মীদের ত্যাগ ও নিষ্ঠার কারণে। আজকের এই শিক্ষা শিবিরে আমাদের মনে করিয়ে দিচ্ছে যে, আমাদের প্রতিটি পদক্ষেপ, প্রতিটি কর্ম আমাদের আদর্শের সাথে সামঞ্জস্যপূর্ণ হতে হবে। আমি আশা করি, আপনাদের উৎসাহ ও একাগ্রতা আমাদের উপজেলাকে আরও শক্তিশালী করবে।”
অন্যান্য বক্তারা কর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে বলেন, জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠা ও সুশাসন কায়েমের জন্য গাজী নজরুল ইসলাম ও মুহাদ্দিস রবিউল বাশারকে দাঁড়িপাল্লা মার্কায় ভোট দিয়ে বিজয়ী করা অত্যন্ত জরুরি । তারা শান্তিপূর্ণ ও সুশৃঙ্খল নির্বাচনের পরিবেশ বজায় রাখতে সকলকে সহযোগিতা করার আহ্বান জানান।