খুলনা এডিশন::
২৩ আগস্ট ২০২৫ তারিখে ইন্ডিপেন্ডেন্ট নিউজ-এর অনলাইনে প্রকাশিত “মাগুরায় যৌথ অভিযানে বিদেশি পিস্তলসহ জামায়াত কর্মী গ্রেপ্তার” শীর্ষক সংবাদের প্রতিবাদ জানিয়ে মাগুরা জেলা জামায়াতের সেক্রেটারি অধ্যাপক সাঈদ আহমাদ এক বিবৃতি প্রদান করেন।
বিবৃতিতে তিনি বলেন, ইন্ডিপেন্ডেন্ট নিউজে প্রকাশিত সংবাদটি আমাদের দৃষ্টিতে এসেছে। উক্ত সংবাদে যেভাবে মাগুরা সদর উপজেলার মাঝগ্রাম মধ্যপাড়া এলাকার নওশের বিশ্বাসের পুত্র বায়েজিদ বোস্তামিকে “জামায়াত কর্মী” বলে উল্লেখ করা হয়েছে, তা সম্পূর্ণ মিথ্যা, উদ্দেশ্যপ্রণোদিত এবং বিভ্রান্তিকর।
আমরা স্পষ্টভাবে জানাচ্ছি যে, বায়েজিদ বোস্তামি বাংলাদেশ জামায়াতে ইসলামীর কোনো পর্যায়ের সদস্য, কর্মী বা সংশ্লিষ্ট ব্যক্তি নন। জামায়াতে ইসলামীর সাথে তার কোনো ধরনের সম্পর্ক নেই।
আমরা উক্ত ভ্রান্ত ও বিভ্রান্তিকর সংবাদ প্রকাশের তীব্র প্রতিবাদ জানাচ্ছি এবং যথাযথভাবে সংবাদটি সংশোধন ও অপসারণের দাবি জানাচ্ছি।