এডিশন ডেস্ক::
বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় শূরা সদস্য ও সাতক্ষীরা জেলা জামায়াতের সাবেক আমীর সাতক্ষীরা-৩ আসনের জামায়াত মনোনীত এমপি প্রার্থী মুহাদ্দিস রবিউল বাশারের শারীরিক খোঁজখবর নিতে তার বাসায় যান সাতক্ষীরা ৩ আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী ইঞ্জিনিয়ার মোঃ আইয়ুব হোসেন (মুকুল)।
০২ সেপ্টেম্বর মঙ্গলবার সাতক্ষীরার দেবহাটা উপজেলার পারুলিয়া এলাকায় মুহাদ্দিস রবিউল বাশারের নিজস্ব বাসভবনে সৌজন্য সাক্ষাৎ করেন জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য ও এ্যাব নেতা ইঞ্জিনিয়ার আইয়ুব হোসেন মুকুল। এসময় আরো উপস্থিত ছিলেন জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য গাজী মোকলেছুর রহমান।
এসময় তিনি মুহাদ্দিস রবিউল বাশারের শারীরিক খোঁজখবর নেন।
উল্লেখ্য গত মাসে মুহাদ্দিস রবিউল বাশারের হার্টে ব্লক ধরা পড়ে। পরবর্তীতে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে ওপেন হার্ট সার্জারি করা হয়। এখন তিনি বাড়ি থেকে বিশ্রামে থাকার কারণে রাজনৈতিক কর্মসূচিতে অনুপস্থিত আছেন।