এডিশন ডেস্কঃ
রাজধানীর মোহাম্মদপুর বেড়ীবাঁধ মোড়ে মোহাম্মদপুর-বছিলা সড়ক সংস্কারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) সকাল ১০টায় মোহাম্মদপুর থানা বাংলাদেশ জামায়াতে ইসলামী রাস্তা সংস্কারের দাবিতে মানববন্ধন কর্মসূচির আয়োজন করে।
মানববন্ধন বাস্তবায়ন কমিটির আহ্বায়ক ও থানা জামায়াতের সেক্রেটারি মোঃ রবিউল ইসলাম রুবেলের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা-১৩ আসনের প্রার্থী জননেতা মোঃ মোবারক হোসাইন।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ৩৩ নং ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী আলী আহমেদ মজুমদার, থানা শুরা ও কর্মপরিষদ সদস্য মোঃ রুহুল আমীন, আশরাফুল আলম, সাইফুর রহমান, আবুল কালাম আজাদ, শাহাবুদ্দিন মিজান ও মারুফ বিল্লাহ। এছাড়া ওয়ার্ড সভাপতি, সেক্রেটারি ও এলাকার নেতৃবৃন্দও উপস্থিত ছিলেন।
জননেতা মোঃ মোবারক হোসাইন বলেন, “লাখো মানুষের দৈনন্দিন যাতায়াতের এই গুরুত্বপূর্ণ সড়কটি দীর্ঘদিন ধরে অবহেলিত। অসংখ্য খানাখন্দ, পানি জমে কাদা, দুর্ঘটনার ঝুঁকি ও প্রতিদিনের যানজটে মানুষের মূল্যবান কর্মঘণ্টা নষ্ট হচ্ছে। ফোর লেন হওয়ার উপযোগী রাস্তাটির বড় অংশ ইট-পাথরের ব্যবসা ও ভ্রাম্যমাণ দোকানের দখলে।”
বক্তারা সরকারের সংশ্লিষ্ট মন্ত্রণালয়, সিটি করপোরেশন ও কর্তৃপক্ষকে অবিলম্বে রাস্তা সংস্কার ও দখলমুক্ত করার কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান। অন্যথায় সড়ক অবরোধ, স্মারকলিপি প্রদানসহ কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন। প্রচণ্ড রোদের মধ্যেও বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ ন্যায্য দাবির পক্ষে স্বতঃস্ফূর্তভাবে মানববন্ধনে অংশ নেন।