1. khulnaedition@gmail.com : Khulna Edition : Khulna Edition
  2. md.ahsanulrobiul@gmail.com : Ahsanul Islam : Ahsanul Islam
  3. hasanur321@gmail.com : হাসানুর রহমান : হাসানুর রহমান
  4. habibullahbhola467@gmail.com : মোঃ হাবিবুল্লাহ : মোঃ হাবিবুল্লাহ
  5. imranbinrabiul@gmail.com : Md Imran Nazir : Md Imran Nazir
  6. mizan070301@gmail.com : মোঃ মিজানুর রহমান : মোঃ মিজানুর রহমান
  7. mahedihasananas@gmail.com : Mahedi Hasan Anas : Mahedi Hasan Anas
  8. zakirnet@yahoo.com : SM ZAKIR Hossain : SM ZAKIR Hossain
  9. admin@www.khulnaedition.com : খুলনা এডিশন :
  10. zaberhosen1143@gmail.com : মোঃ জাবের হোসেন : মোঃ জাবের হোসেন
মঙ্গলবার, ০৪ নভেম্বর ২০২৫, ১০:৩২ পূর্বাহ্ন

যে দেশের অধিকাংশ মানুষ উন্নত চিকিৎসা পায়না সে দেশে উন্নত চিকিৎসার আশায় আমি বিদেশে যেতে রাজি নই : ডা. শফিকুর রহমান।

এস এম জাকির হোসাইন, সিনিয়র স্টাফ রিপোর্টার
  • প্রকাশিত: শুক্রবার, ৫ সেপ্টেম্বর, ২০২৫
  • ৪৮ বার পড়া হয়েছে


আজ ০৫ সেপ্টেম্বর ২০২৫ রোজ শুক্রবার, সকাল ১১টায় ইব্রাহিমপুর মনিপুর স্কুল এন্ড কলেজ প্রাঙ্গন ঢাকার ১৫ নং সংসদীয় আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী কাফরুল দক্ষিণ থানার উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প-এর আয়োজন করা হয়।

মহানগরীর কর্মপরিষদ সদস্য ও কাফরুল দক্ষিণ থানা আমীর উপধাক্ষ্য আনোয়ারুল করিম এর সভাপতিত্বে অনুষ্ঠিত ফ্রী মেডিকেল ক্যাম্পে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সম্মানিত আমীরে জামায়াত ডা. শফিকুর রহমান।

 

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের নায়েবে আমীর, আব্দুর রহমান মূসা।
মেডিকেল ক্যাম্প পরিদর্শনকালে প্রধান অতিথি তার বক্তব্যে বলেন বাংলাদেশের চিকিৎসাসেবার মান এখন পর্যন্ত কাঙ্খিত মানে পৌঁছায়নি। যদি চিকিৎসা ব্যবস্থা ভালোই থাকতো তাহলে এই ফ্রি ক্যাম্পে কেউ আসতো না। হায়াৎ না থাকলে উন্নত চিকিৎসার আসায় বিদেশে গিয়ে কফিনে করে দেশে ফিরতে হয় অর্থাৎ দেশ বিদেশ কোনো ব্যাপার নয় চিকিৎসা খাতে উন্নতি প্রয়োজন বলে তিনি মন্তব্য করেন। যে আল্লাহ বিদেশে নিয়ে আমাকে সুস্থ করবেন আমি বিশ্বাস করি সে আল্লাহ বাংলাদেশও আছেন, এদেশের চিকিৎসাসেবার উপর অনকেরই আস্থা নাই একটু যাদের সামর্থ আছে তারা বিদেশে গিয়ে প্রমান করেন তাদের এদেশের চিকিৎসাসেবার উপর কোনো আস্থা নাই, তারা যদি আমাদের চিকিৎসা সেবার উপরে আস্থা না রাখেন তাহলে আমাদের সম্মানীত চিকিৎসকবৃন্দ নিজেদের উপরে কিভাবে আস্থাশীল হবেন। যে দেশের বেশিরভাগ মানুষ উন্নত চিকিৎসা পায়না এমনকি ঢাকায় এসে চিকিৎসা করাতে সক্ষম নয় সে দেশে আল্লহর কসম আমি চিকিৎসা নিতে বিদেশে যেতে রাজি নই। পরিশেষে এদেশের আকাশে কালো মেঘের ছায়া দেখা যায়, এ থেকে আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করুন।

ফ্রি মেডিকেল ক্যাম্পে এলাকার জনসাধারন ফ্রী চিকিৎসা সেবা ও ফ্রি মেডিসিন পেয়ে থাকেন এ সময়ে কাফরুল দক্ষিণ থানার থানা ও ওয়ার্ড পর্যায়ের দায়িত্বশীলদের মধ্যে উপস্থিত ছিলেন নাজমুল হাসান খান, বোরহান উদ্দিন, শামসুর রহমান, সালাউদ্দিন শাহীন, মেজবাহ উদ্দিন,জাকির হোসাইন, ওহিদুর রহমান, মাহবুবুর রহমান, আইয়ুব আলী, ইঞ্জি আবু সাইদ, আব্দুল হামিদ, মামুন, আরাফাত মাওলা, ছাত্রনেতা খাইয়ারুল আলম নবিন, শাহিন, আসাদুজ্জামান ও চিকিৎসা নিতে আসা এলাকার সম্মানিত কয়েক হাজার জনগণ উপস্থিত ছিলেন ।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত খুলনা এডিশন-২০২৫
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট