এডিশন ডেস্ক::
বান্দরবানের আলীকদম ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজে ২০২৫-২৬ শিক্ষাবর্ষের একাদশ শ্রেণির নবীন শিক্ষার্থীদের বরণ করে নেওয়া হয়েছে। শরতের মোহময় প্রাকৃতিক আবহে ফুল দিয়ে নবীন শিক্ষার্থীদের আনুষ্ঠানিকভাবে বরণ করে নেয় প্রতিষ্ঠান কর্তৃপক্ষ।
নবীন বরণ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনা সকলকে বিমোহিত করে। প্রাণোচ্ছল নবীন শিক্ষার্থীদের উপস্থিতিতে অনুষ্ঠানটি হয়ে ওঠে প্রাণবন্ত ও উপভোগ্য।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের অধ্যক্ষ মেজর মোশতাক আহমেদ এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তাঁর পত্নী জান্নাতুল ফেরদৌস।
সমাপনী বক্তব্যে অধ্যক্ষ নবীন শিক্ষার্থীদের দায়িত্ব ও কর্তব্যের কথা স্মরণ করিয়ে দেন এবং জীবনের লক্ষ্য অর্জনে অটল থাকার আহ্বান জানান। তিনি নবীন শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ ও সুস্বাস্থ্য কামনা করে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন।