এডিশন ডেস্ক::
গত ২৪ ঘন্টায় খুলনা মহানগর গোয়েন্দা পুলিশের মাদক বিরোধী অভিযানে ৬০ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে।
১৭ সেপ্টেম্বর বুধবার কে এমপির এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
মাদক কারবারিরা হলেন ১) জাহাঙ্গীর মিয়া (৫০), পিতা-মোঃ ইদ্রিস মিয়া, সাং-মেঘার মোড়, থানা-খালিশপুর এবং ২) রাজু আহম্মেদ (৩৪), পিতা-মোঃ আব্দুর রশিদ, সাং-রাজঘাট, থানা-অভয়নগর, জেলা-যশোর, এ/পি সাং-সোনাডাঙ্গা খোকন সাহেবের গলি, থানা-সোনাডাঙ্গা মডেল থানা।
তাদের কে ৬০ পিস ইয়াবাসহ হাতেনাতে আটক করা হয়। তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে।
উল্লেখ্য, থানার রেকর্ডপত্র ও সিডিএমএস পর্যালোচনা করে মাদক করাবারি জাহাঙ্গীর মিয়ার বিরুদ্ধে বিভিন্ন থানায় হত্যাচেষ্টা, চুরি ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আরো ১২ টি মামলার তথ্য পাওয়া গেছে।