এডিশন ডেস্কঃ
লামা স্বপ্নকানন বিদ্যাপীঠে ২০২৫ শিক্ষা বর্ষের এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টায় বিদ্যালয় ক্যাম্পাসে এ অনুষ্ঠান আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লামা উপজেলা নির্বাহী অফিসার মোঃ মঈন উদ্দিন। বিশেষ অতিথি ছিলেন আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রামের সহযোগী অধ্যাপক ড. মোঃ মহিব উল্লাহ, সাবেক উপজেলা চেয়ারম্যান বাবু থোয়াইনু অং চৌধুরী, রুপসীপাড়া ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান শাহ আলমসহ প্রমুখ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি।
বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি এডভোকেট মামুন মিয়ার সভাপতিত্বে আয়োজিত এ সংবর্ধনা অনুষ্ঠানে বক্তারা শিক্ষার্থীদের সাফল্যের প্রশংসা করেন এবং তাদেরকে আরও মেধাবী, সৎ ও দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে ওঠার আহ্বান জানান।
অনুষ্ঠান শেষে এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ কৃতি শিক্ষার্থীদের হাতে ফুল ও সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়।