এডিশন ডেস্ক:
আসন্ন ২০ সেপ্টেম্বর বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন উপলক্ষে বাগেরহাটের ৫ নং বারুইপাড়া ইউনিয়নে সাধারণ সভা ও মতবিনিময় সভার আয়োজন করা হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সভাপতি প্রার্থী সৈয়দ নাসির আহমেদ মালেক এবং সাধারণ সম্পাদক প্রার্থী শেখ আবুল কালাম আজাদ (বুলু)। এছাড়াও উপস্থিত ছিলেন বারুইপাড়া ইউনিয়ন বিএনপির সভাপতি মো. মাসুদ, সাধারণ সম্পাদক এম এ মান্নান মল্লিক, সাংগঠনিক সম্পাদক মো. ইশারাত শেখসহ আশপাশের কয়েকটি ইউনিয়নের বিপুল সংখ্যক নেতাকর্মী। অনুষ্ঠানটি পরিচালনা করেন এম এ মান্নান মল্লিক।
সভায় সভাপতি প্রার্থী সৈয়দ নাসির আহমেদ মালেক বলেন, “বিগত আওয়ামী সরকারের সময়ে আমি নানা নির্যাতন, কারাবরণ এবং বারবার হামলার শিকার হয়েছি। খারাপ সময়ে আমি দলের হাল ধরে রেখেছি, নেতাকর্মীদের পাশে থেকেছি। আমাকে যারা ভোট দেবেন না, তাদের পাশেও আমি থাকব।”
তার বক্তব্যে হাজারো নেতাকর্মী হাততালি দিয়ে সমর্থন জানান এবং তাকে স্বাগত জানান। সাধারণ নেতাকর্মীরা বলেন, মালেক ভাই একজন সৎ ও সাহসী নেতা, জনগণের প্রকৃত ভরসা। তারা আসন্ন নির্বাচনে ছাতা মার্কায় ভোট দিয়ে মালেক ভাইয়ের পাশে থাকার প্রতিশ্রুতি দেন।