এডিশন ডেস্ক::
খুলনার কয়রায় নয় বছরের এক শিশু নিখোঁজ হয়েছে। শিশুটির নাম রুমান হোসেন। সে মহারাজপুর গ্রামের বাসিন্দা মো. সবুজের ছেলে।
মঙ্গলবার সকাল আনুমানিক আটটার দিকে কয়রার লঞ্চঘাট থেকে ফুলতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের উদ্দেশ্যে সাইকেল নিয়ে রওনা দেয় রুমান। এরপর থেকে তাকে আর খুঁজে পাওয়া যায়নি।
পরিবার জানায়, বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান মেলেনি। এ ঘটনায় শিশুটির স্বজনরা চরম উদ্বেগ-উৎকণ্ঠায় রয়েছেন।
কেউ রুমান হোসেনের সন্ধান পেলে তার বাবার সঙ্গে ০১৯৭৯৪৭৫৭৪৬ নম্বরে যোগাযোগ করার জন্য পরিবারের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে।