এডিশন ডেস্ক::
খুলনার বাগমারা এলাকায় পারিবারিক কলহের জেরে ছোট ভাইয়ের দা’য়ের কোপে গুরুতর আহত হয়েছেন বড় ভাই।
শুক্রবার (১৯ সেপ্টেম্বর) সকাল ১১টা ২০ মিনিটে বাগমারা চেয়ারম্যান বাড়ির মোড়ে এ ঘটনা ঘটে। আহতের নাম শাহাদাত হোসেন দিপ (৩২)। তিনি স্থানীয় বাসিন্দা মোজাফফরের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, পারিবারিক কলহের জেরে শাহাদাতের ছোট ভাই মো. তাহাজ্জত হোসেন অপু (২৯) ধারালো দেশীয় অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কোপাতে থাকে। এতে শাহাদাতের দুই হাতের কব্জিতে গুরুতর জখম হয়।
পরিবারের সদস্যরা দ্রুত আহত শাহাদাতকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। দুপুর ১২টার দিকে তাকে সার্জারি বিভাগে ভর্তি করা হয়। বর্তমানে তিনি চিকিৎসাধীন রয়েছেন।
এ ঘটনায় খুলনা থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানা গেছে।