এডিশন ডেস্ক::
রূপসায় ঐতিহ্যবাহী ক্রীড়া সংগঠন শহীদ মনসুর স্মৃতি সংসদ আয়োজিত “রাজা স্মৃতি কিশোর অনূর্ধ্ব-১৬ দলীয় ফুটবল টুর্নামেন্ট” এর উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১৯ সেপ্টেম্বর) বিকেলে কাজদিয়া সরকারি উচ্চ মাধ্যমিক বিদ্যালয় মাঠে আয়োজিত এ টুর্নামেন্টের উদ্বোধন করেন রূপসা উপজেলা নির্বাহী কর্মকর্তা সানজিদা রিকতা।
উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশিষ্ট শিল্পপতি ও ক্রীড়া সংগঠক সাইফুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রূপসা থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ মাহফুজুর রহমান, খুলনা জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মোঃ ইউসুফ আলী, নির্বাহী সদস্য মইনুল ইসলাম টুটুল এবং জেলা ফুটবল দলের সাবেক কোচ মুস্তাকুজ্জামান।
প্রভাষক মেজবা উদ্দিন সেলিম ও ক্রীড়া শিক্ষক আব্দুল কাদেরের সঞ্চালনায় বক্তব্য রাখেন টুর্নামেন্ট কমিটির সদস্য সচিব আলম শেখ, ক্রীড়া সংগঠক সৈয়দ মাহামুদ আলী, রূপসা প্রেসক্লাব সভাপতি তরিকুল ইসলাম ডালিম, সমাজসেবক, ক্রীড়াপ্রেমী ও স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ।
উদ্বোধনী দিনে দুটি খেলা অনুষ্ঠিত হয়। প্রথম খেলায় খুলনা ফুটবল একাডেমি ১-০ গোলে আদাঘাট ফুটবল একাডেমি (রামপাল)-কে হারিয়ে দ্বিতীয় রাউন্ডে জায়গা করে নেয়। ম্যাচে সেরা খেলোয়াড় নির্বাচিত হন বিজয়ী দলের জুবায়ের।
দ্বিতীয় খেলায় স্বাগতিক শহীদ মনসুর স্মৃতি সংসদ ২-০ গোলে হারায় ইন্টার মিলান ফুটবল একাডেমি (বয়রা)-কে। এ খেলায় সেরা খেলোয়াড় নির্বাচিত হন স্বাগতিক দলের সাগর। ম্যাচগুলো পরিচালনা করেন বাশির আহম্মেদ লালু, আলী আকবর ও সুমন রাজু।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন,
“এ ধরনের প্রতিযোগিতা তরুণদের মাদক ও অপরাধ থেকে দূরে রেখে খেলাধুলায় মনোনিবেশ করতে সহায়তা করবে। ভবিষ্যতের জাতীয় ফুটবলার তৈরিতে এ আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”
শনিবার (২০ সেপ্টেম্বর) একই মাঠে আরও দুটি খেলা অনুষ্ঠিত হবে। প্রথম খেলায় মুখোমুখি হবে খুলনা মোহামেডান একাডেমি ও ঘাটভোগ ফুটবল একাডেমি। দ্বিতীয় খেলায় প্রতিদ্বন্দ্বিতা করবে মুজগুনি শামসুর রহমান একাডেমি ও বটিয়াঘাটা তরুণ সংঘ।