এডিশন ডেস্ক::
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় তথ্য বিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল বলেছেন, পি আর পদ্ধতির মাধ্যমে একটি রাজনৈতিক দল বিদায়ী আওয়ামীলীগকে পুনর্বাসিত করতে চাইছে। আওয়ামীলীগের মতো মিথ্যার আশ্রয় নিয়ে জনগণকে ধোঁকা দেওয়ার চেষ্টা করা হলে আন্দোলনের মাধ্যমে দাঁতভাঙা জবাব দেওয়া হবে বলেও তিনি হুঁশিয়ারি দেন।
তিনি আরও বলেন, ৫ই আগস্টের পূর্ববর্তী সময়ে ওই দলের কোনো রাজনৈতিক কর্মকাণ্ড জনগণ দেখেনি। অথচ এখন তারা ভোটের আশায় জনগণকে বিভ্রান্ত করতে চাইছে। আওয়ামীলীগকে যদি নিষিদ্ধ করতে হয় তবে বিচারিক প্রক্রিয়ার মাধ্যমেই করতে হবে বলে মন্তব্য করেন তিনি।
তিনি আরও বলেন, বাংলাদেশের অধিকাংশ ভোটার পি আর পদ্ধতি সম্পর্কে অবগত নন। তাই প্রচলিত পদ্ধতিতেই নির্বাচন বাঞ্ছনীয়। নির্বাচনের সময় যত ঘনিয়ে আসছে, ততই একটি মহল সরকারবিরোধী কর্মকাণ্ডে বিভিন্ন অযাচিত ইস্যু উসকে দিচ্ছে।
গতকাল (২১ সেপ্টেম্বর) রবিবার বিকেলে পূর্ব রূপসা ঘাটে উপজেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠন আয়োজিত নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এসময় তিনি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করায় বর্তমান অন্তবর্তীকালীন সরকার ও নির্বাচন কমিশনকে স্বাগত জানান।
সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন খুলনা জেলা বিএনপির আহ্বায়ক মনিরুজ্জামান মন্টু, সাবেক সদস্য সচিব মনিরুল হাসান বাপ্পি, যুগ্ম আহ্বায়ক খান জুলফিকার আলী জুলু, মোল্যা খায়রুল ইসলাম, তৈয়েবুর রহমান, জিএম কামরুজ্জামান টুকু, এনামুল হক সজল প্রমুখ।
রূপসা উপজেলা বিএনপির আহ্বায়ক মোল্যা সাইফুর রহমানের সভাপতিত্বে ও সদস্য সচিব জাবেদ হোসেন মল্লিকের পরিচালনায় অনুষ্ঠিত জনসভায় আরও বক্তব্য রাখেন জেলা যুবদল, স্বেচ্ছাসেবক দল, শ্রমিকদল, কৃষকদল, মহিলা দল ও অন্যান্য অঙ্গ সংগঠনের নেতারা।
এছাড়া জনসভায় বিএনপির বিভিন্ন অঙ্গ-সংগঠনের বিপুল সংখ্যক নেতা-কর্মী উপস্থিত ছিলেন।