এডিশন ডেস্কঃ
হোটেল গ্র্যান্ড প্লাসিডে ওয়াটার এইড ও নবলোকের উদ্যোগে গত ২১ সেপ্টেম্বর (রবিবার) বিভিন্ন অংশীজনদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। অনু্ষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা মেট্রোপলিটন পুলিশ কমিশনার জনাব মোঃ জুলফিকার আলী হায়দার।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে পুলিশ কমিশনার বলেন, একটি সুন্দর সমাজ গঠনে অভিভাবকদের অগ্রণী ভূমিকা রাখতে হবে। আমাদের সন্তান কখন কার সাথে মিশে সেদিকে অভিভাবকদের সর্তক দৃষ্টি রাখাতে হবে। সন্তানেরা যেন মাদকাসক্ত না হয় এবং মোবাইল আসক্তিতে জড়িয়ে না পড়ে সেদিকে সজাগ থাকতে হবে।

তিনি আরো বলেন দেশের বিভিন্ন প্রান্ত থেকে সাধারণ এবং নিরীহ লোকদের ভালো চাকুরি বিভিন্ন সুযোগ সুবিধার প্রলোভন দেখিয়ে ছেলে-মেয়েদের বিভিন্ন দেশে পাচার করা হয় এ বিষয়ে আমাদের সচেতন থাকতে হবে। তরুণ প্রজন্মকে নিরাপদ জীবন নিশ্চিত করতে হলে পরিবার, সমাজ ও আইনশৃঙ্খলা বাহিনীকে একসাথে কাজ করতে হবে। খুলনা মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে নগরীতে যানজট নিরসন ও দুর্ঘটনারোধে ইজিবাইক চালকদের প্রশিক্ষণ দেওয়া হয়েছে। একইসাথে নিরাপদে রাস্তা ব্যবহারের নিয়ম কানুন সম্পর্কে ছাত্রছাত্রীদেরকে ‘রোড সেফটি’র উপর নির্মিত ভিডিও প্রদর্শনের মাধ্যমে সচেতনতাবৃদ্ধি করা হচ্ছে।

মতবিনিময় সভায় খুলনাস্থ বিভিন্ন শীর্ষ পর্যায়ের প্রশাসনিক ব্যক্তিত্ব, অভিভাবকবৃন্দ ও শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।