এডিশন ডেস্কঃ
খুলনার কয়রা উপজেলার বাগালী ইউনিয়নের ইসলামপুর গ্রামের জান্নাতুল বাকী ঈদগাহ ময়দানের ফান্ডের টাকা আত্মসাতের অভিযোগে গত ২১ সেপ্টেম্বর মানববন্ধন করেছে গ্রামবাসী।
ইসলামপুর গ্রামের ঈদগাহ ময়দানের টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে একই গ্রামের মাওলানা আব্দুর রশিদের ছেলে কয়রা শাকবাড়িয়া স্কুল এন্ড কলেজের শিক্ষক ও অত্র ঈদগাহ ময়দানের সভাপতি মো. হারুন অর রশিদ আজমের বিরুদ্ধে।
ঘটনার প্রতিবাদে রবিবার বিকালে ঈদগাহ ময়দানের সামনে মানববন্ধন করেন এলাকাবাসী। এ ঘটনা মিথ্যা বলে জানান মোঃ হারুন অর রশিদ আজম। এবং এ নিয়ে আজ তিনি পাল্টা মানববন্ধন কর্মসূচি করেন।