এডিশন ডেস্কঃ
আসন্ন শারদীয় দুর্গাপূজা–২০২৫ উপলক্ষে দিঘলিয়া উপজেলার গাজিরহাট ইউনিয়নের পূজা মন্ডপের সভাপতি ও নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
গত সোমবার দুপুরে মাঝিরগাতি পুলিশ ক্যাম্প প্রাঙ্গণে এ সভার আয়োজন করা হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিঘলিয়া থানা অফিসার ইনচার্জ (ওসি) এইচ এম শাহীন।
এ সময় তিনি বলেন, দুর্গাপূজা উদযাপনকে ঘিরে আইন-শৃঙ্খলা পরিস্থিতি সুষ্ঠু রাখতে পুলিশ সর্বোচ্চ সতর্ক থাকবে। প্রতিটি পূজা মন্ডপে পুলিশের টহল ও নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হবে। গাজিরহাট ইউনিয়নের মোট ২৭টি পূজা মন্ডপের সভাপতি ও সংশ্লিষ্ট কর্মকর্তারা সভায় অংশ নেন। সভায় আরও উপস্থিত ছিলেন মাঝিরগাতি পুলিশ ক্যাম্পের টু-আই-সি এএসআই আহম্মদ।
ওসি শাহীন পূজা উদযাপন সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করার জন্য সকলের সহযোগিতা কামনা করেন। উপস্থিত মন্ডপ সভাপতি ও নেতৃবৃন্দ পুলিশ প্রশাসনের উদ্যোগকে স্বাগত জানিয়ে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস প্রদান করেন।