এডিশন ডেস্কঃ
গোপালগঞ্জে অভিযান চালিয়ে মাদকসহ এক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, গোপালগঞ্জ এর মাদকবিরোধী অভিযানে ৩৫ পিস ইয়াবা সহ এক জনকে গ্রেফতার করে গোপালগঞ্জ জেলার মুকসুদপুর থানায় হস্তান্তর করে তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়়ন্ত্রক আইনে একটি মামলা দায়ের করে গোপালগঞ্জ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।
আজ ২২ সেপ্টেম্বর বিকাল ৪টার দিকে গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার ঢাকা-বরিশাল মহাসড়ক সংলগ্ন ছাগলছিড়া নামক স্থানে ফুড প্যালেস এন্ড রেস্টুরেন্ট এ অভিযান চালিয়ে মো: শাহিদুল ইসলামকে মাদকসহ গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত শাহিদুল ইসলাম ( ৪০) মুকসুদপুর উপজেলার ছাগলছিড়া গ্রামের মোঃ হাবিবুর রহমান এর ছেলে এবং ফুড প্যালেস হাইওয়ে হোটেল এন্ড রেষ্টুরেন্ট এর মালিক।
আসামি আটক করে তার বিরুদ্ধে পরিদর্শক মোহাম্মদ খোরশেদ আলম বাদী হয়ে মুকসুদপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা দায়ের করেন।
এ ব্যাপারে গোপালগঞ্জ জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক মোহাম্মদ নবী নেওয়াজ বলেন, মাদকের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত রয়েছে। জেলাকে মাদকমুক্ত করতে আমরা সর্বদা চেষ্টা অব্যাহত রেখেছি।