কিছু হলেই চল চল যমুনায় চল এটা আর হতে দিব না বলে কড়া হুঁশিয়ারি উচ্চারণ করেছেন অন্তর্বর্তী সরকারের তথ্য উপদেষ্টা মাহফুজ আলম।
জবি শিক্ষার্থীদের যৌক্তিক আন্দোলন এ শিক্ষার্থী ও শিক্ষকদের উপর হামলার পর শিক্ষার্থীরা যমুনা অভিমুখে যাত্রা শুরু করলে রাজধানীর কাকরাইলে পুলিশী বাধার মুখে পড়ে শিক্ষার্থীরা। সেখানে আসেন তথ্য উপদেষ্টা মাহফুজ আলম। শিক্ষক ও শিক্ষার্থীদের সাথে কথা বলার এক পর্যায়ে একজন শিক্ষার্থী বোতল ছুড়ে মারলে সেটি তথ্য উপদেষ্টার মাথায় পড়ে। পরে তথ্য উপদেষ্টা উত্তেজিত হয়ে পড়েন। সাধারণ শিক্ষার্থীদের আন্দোলনকে তিনি একটি গোষ্ঠী বা রাজনৈতিক দলকে ইঙ্গিত করে তার উপর বোতল মারাকে একটি ছাত্রসংগঠন এর উপর দায় চাপিয়ে দেন। বলেন একটি গোষ্ঠী গত ৮ মাস যাবত তার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে, অনলাইনে আক্রমণ করে হত্যার হুমকি দিচ্ছে,আমার সন্দেহ তাদের মদদেই এই হামলা হয়েছে। সেই রাজনৈতিক দলের নাম আমি বলতে চাই না। এটি বিশ্ববিদ্যালয় প্রশাসন ও সাংবাদিকদের দায়িত্ব তাদের সম্পৃক্ততা খুঁজে বের করা। এসময় তিনি আরো বলেন একটি গোষ্ঠী এই শিক্ষার্থীদের মধ্যে ঢুকে আন্দোলনকে সাবোটাইজ করার চেষ্টা করছে। কিছু হলেই চল চল যমুনায় চল বলে আন্দোলনকে সাবোটাইজেশন করছে। এখন আর এটা হতে দিব না। তিনি আরো বলেন, আপনারা ঐ গোষ্ঠীর সম্পৃক্ততা খুঁজে তাদেরকে বের করে দেন। পরে তথ্য উপদেষ্টা ফেসবুক স্ট্যাটাসে আবারো একই কথা বলেন।