এডিশন ডেস্কঃ
সামাজিক যোগাযোগ মাধ্যমে মেয়েদের ছবি এডিট করে নগ্ন ছবি ও ভিডিও তৈরী করে চাঁদা দাবীকারী মোঃ তৌহিদ ওমর তপুকে আজ ২৩ সেপ্টেম্বর গ্রেফতার করলো পিবিআই খুলনা।
বাগেরহাট জেলার মোড়েলগঞ্জ থানাধীন সোনাখালী গ্রামস্থ জনৈক নিলুফা ইয়াসমিন এর মেয়ে রিক্তা খাতুন (ছদ্ম নাম) ও মোঃ তৌহিদ ওমর তপুর গ্রামের বাড়ি একই এলাকায় এবং ফেসবুকের মাধ্যমে তদের মধ্যে বন্ধুত্ব সৃষ্টি হয়।
পরবর্তীতে নিলুফা ইয়াসমিন এর মেয়ে রিক্তা খাতুন (ছদ্ম নাম) এর অন্যত্র বিবাহ হওয়ার পর হতে মোঃ তৌহিদ ওমর তপু ভিকটিম রিক্তা খাতুন (ছদ্ম নাম) কে বিভিন্ন সময় বিভিন্ন কু-প্রস্তাব দিতে থাকে। ভিকটিম রাজী না হওয়ায় মোঃ তৌহিদ ওমর তপু অজ্ঞাতনামা ২/৩ জনের সহায়তায় নিজের পরিচয় গোপন রেখে ছদ্ম নামে বিভিন্ন ফেক আইডির মাধ্যমে ভিকটিমের ছবি এডিট করে নগ্ন ছবি ও ভিডিও তৈরী করে ফেসবুক/সোশ্যাল প্লাটফর্মে আপলোড করে এবং বিভিন্ন পর্ণো সাইটে ছড়িয়ে দেয়। একপর্যায়ে মোঃ তৌহিদ ওমর তপু এডিটকৃত নগ্ন ছবি ও ভিডিও মুছে ফেলার বিনিময়ে বিভিন্ন মাধ্যমে ভিকটিমের পরিবারের নিকট ৩,০০,০০০/- (তিন লক্ষ) টাকা চাঁদা দাবী করে। এ সংক্রান্তে নিলুফা ইয়াসমিন পিবিআই খুলনা জেলা অফিসে একটি লিখিত অভিযোগ করেন।
উক্ত অভিযোগ সংক্রান্তে পিবিআই খুলনা তদন্তপূর্বক ঘটনার রহস্য উদঘাটনে সক্ষম হয় এবং তথ্য প্রযুক্তির সহায়তায় পিবিআই প্রধান জনাব মোঃ মোস্তফা কামাল, অ্যাডিশনাল আইজিপি, বাংলাদেশ পুলিশ এর সঠিক তত্ত্বাবধান ও দিক নির্দেশনায়, পিবিআই খুলনা জেলা ইউনিট ইনচার্জ পুলিশ সুপার রেশমা শারমিন, পিপিএম-সেবা এর নেতৃত্ত্বে পুলিশ পরিদর্শক (নিঃ) আব্দুল্লাহ-আল মামুন বিশ্বাস, এসআই (নিঃ) রেজোয়ান, এসআই (নিঃ) মোঃ সোহানুর রহমান, পিএসআই (নিঃ) মোঃ মাসুদুর রহমান সহ পিবিআই, খুলনা জেলার চৌকস দল কর্তৃক গত ২৩/০৯/২০২৫ খ্রিঃ রাত অনুমান ৩.০০ ঘটিকার সময় পুলিশি অভিযান পরিচালনার মাধ্যমে আসামী মোঃ তৌহিদ ওমর তপু (২৩), পিতাঃ রুহুল আমিন হাওলাদার, সাং-সোনাখালী, থানা- মোড়লগঞ্জ, জেলাঃ বাগেরহাট, বর্তমান সাং- পুটিমারী মাথাভাঙ্গা, থানা- লবনচরা, জেলা-খুলনাকে গ্রেফতার করা হয়। ধৃত আসামীর নিকট হতে অপরাধের কাজে ব্যবহৃত ১টি মোবাইল ফোন উদ্ধার করা হয়। উক্ত আসামীর তথ্য মতে সঙ্গীয় অপর আসামীদের গ্রেফতারের চেষ্টা অব্যাহত আছে এবং গ্রেফতাকৃত আসামী মোঃ তৌহিদ ওমর তপুকে অদ্য ২৩/০৯/২০২৫ খ্রিঃ যথাসময়ে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
উক্ত ঘটনা সংক্রান্তে ভিকটিমের মা বাদী হয়ে মোঃ তৌহিদ ওমর তপুসহ অজ্ঞাতনামা ২/৩ জন আসামীদের বিরুদ্ধে অভিযোগ দায়ের করলে খুলনা জেলার সদর থানার মামলা নং-৩০, তারিখ-২৩/০৯/২০২৫ খ্রিঃ, ধারা-২০১২ সালের পর্ণোগ্রাফি নিয়ন্ত্রণ আইন এর ৮(১)৮(২)৮(৩)৮ (৫)৮(৭) তৎসহ ৩৮৫ পেনাল কোড রুজু হয়। মামলাটির তদন্তভার পিবিআই, খুলনা জেলা স্ব-উদ্যোগে গ্রহণ করে।