এডিশন ডেস্কঃ
নরসিংদীতে আগামী ২৭ সেপ্টেম্বর অনুষ্ঠিতব্য ঐতিহ্যবাহী নৌকা বাইচ ২০২৫ আপাতত স্থগিত করা হয়েছে। তবে আয়োজকরা জানিয়েছেন, নৌকা বাইচ অনুষ্ঠিত হবে এবং এর নতুন তারিখ শিগগিরই ঘোষণা দেওয়া হবে।
নরসিংদী চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সভাপতি রাশেদুল হাসান রিন্টু সিআইপি নরসিংদীর হালচালকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, “২৭ সেপ্টেম্বর ঘোষিত তারিখ স্থগিত করা হয়েছে। জেলা প্রশাসকের আকস্মিক বদলির কারণে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে খুব শিগগিরই নতুন তারিখ জানিয়ে দেওয়া হবে।”
প্রসঙ্গত, নরসিংদী জেলা প্রশাসনের উদ্যোগে হাজীপুর থেকে সদর মেঘনা সেতু পর্যন্ত নৌকা বাইচের আয়োজনের ঘোষণা দেওয়া হয়েছিলো। এ আয়োজনকে ঘিরে জেলার মানুষের মাঝে উৎসবের আমেজ ছড়িয়ে পড়লেও আপাতত তারিখ পরিবর্তনের কারণে আয়োজনের অপেক্ষায় থাকতে হবে সবাইকে।