এডিশন ডেস্কঃ
ইরানের সর্বোচ্চ নেতা ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলি খামেনি বলেছেন, পরমাণু কর্মসূচি নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে সরাসরি আলোচনা করবে না তেহরান। যুক্তরাষ্ট্রের আলোচনার প্রস্তাব প্রত্যাখ্যান করে তিনি একথা জানান। খবর প্রেস টিভির।
মঙ্গলবার জাতির উদ্দেশ্যে টেলিভিশনে সম্প্রচারিত ভাষণে খামেনি বলেন, ‘হুমকির মুখে আলোচনার প্রস্তাব গ্রহণ করা এমন একটি বিষয় যা কোনো মর্যাদাসম্পন্ন জাতি করতে পারে। কোনো প্রজ্ঞাবান রাষ্ট্রনায়ক কখনো তা সমর্থন করবে না।’
জাতিসংঘের নিরাপত্তা পরিষদ ইরানের ওপর থেকে নিষেধাজ্ঞা শিথিল করার একটি প্রস্তাব বাতিল করে দেয়ার কয়েকদিন পর এ ভাষণ দিলেন খামেনি।
তিনি বলেন, যুক্তরাষ্ট্র আলোচনার ফলাফল আগেই ঘোষণা করেছে। আর তা হলো ইরানকে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কর্মসূচি ত্যাগ করতে হবে। তার মতে, এটা কোনো আলোচনা নয়, বরং চাপিয়ে দেয়া সিদ্ধান্ত।
ভাষণে তিনি বলেন, ‘বর্তমান পরিস্থিতিতে ওয়াশিংটনের সঙ্গে আলোচনা ইরানের জন্য কোনো সুফল নয়, বরং গুরুতর এবং সম্ভবত অপূরণীয় ক্ষতি বয়ে আনবে।’
ইরানের সর্বোচ্চ এই ধর্মীয় নেতা বলেন, ‘এই ধরণের হুমকির মুখে আলোচনার প্রস্তাব গ্রহণ করার অর্থ হবে, হুমকি পেলে আমরা কাঁপতে থাকি এবং আত্মসমর্পণ করতে পারি।’
তার মতে, হুমকিতে মাথা নত করলে, এটা চলতেই থাকবে এবং ভবিষ্যতে আরো নানা ধরনের দাবি তোলা হবে।