এডিশন ডেস্ক::
বান্দরবানের লামায় মাতামুহুরী নদীতে ডুবে নিখোঁজ হওয়া উসাচিং মার্মার মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস।
আজ বুধবার বিকেল আনুমানিক ৪টা ৩৫ মিনিটে চাম্পাতলী মাঝি পাড়ার পাশে তাঁর মরদেহ ভেসে ওঠে।
এর আগে মঙ্গলবার লামা বাজারঘাট দিয়ে নদী পার হওয়ার সময় পানির স্রোতে ভেসে গিয়ে নিখোঁজ হন উসাচিং মার্মা। প্রত্যক্ষদর্শীরা জানান, নদী পার হওয়ার একপর্যায়ে তিনি তলিয়ে যান। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে টানা তল্লাশি অভিযান চালায়।
নিখোঁজ উসাচিং মার্মা চাম্পাতলী মার্মা পাড়ার বাসিন্দা। মরদেহটি পরিবারের কাছে হস্তান্তর করা হবে বলে প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে।