এডিশন ডেস্ক::
সাতক্ষীরার তালা উপজেলার হাজরাকাটি বাজারে সিনিয়র উপজেলা মৎস্য অফিসার, তালা, সাতক্ষীরা কর্তৃক বিশেষ অভিযান পরিচালিত হয়। অভিযান পরিচালনা করেন সিনিয়র উপজেলা মৎস্য অফিসার মোহাম্মদ তারিক ইমাম।
(২৪ সেপ্টেম্বর) বুধবার সকাল ১১ টার পর এ অভিযান পরিচালিত হয়। অভিযানে আনুমানিক ২০ কেজি পুশ চিংড়ি জব্দ করা হয়। ভোক্তার স্বাস্থ্য সুরক্ষা ও নিরাপদ খাদ্য নিশ্চিত করার স্বার্থে জব্দকৃত মাছগুলো স্থানীয় জনগণের উপস্থিতিতে আগুনে পুড়িয়ে বিনষ্ট করা হয়।
এ সময় ভ্রাম্যমাণ আদালত মৎস্য পরিদর্শন ও মান নিয়ন্ত্রণ আইন অনুযায়ী সংশ্লিষ্ট একজনকে ৫,০০০/- টাকা অর্থদণ্ড প্রদান করে।
অভিযান পরিচালনা শেষে সিনিয়র উপজেলা মৎস্য অফিসার মোহাম্মদ তারিক ইমাম বলেন “ভোক্তার স্বাস্থ্য সুরক্ষা ও নিরাপদ খাদ্য নিশ্চিত করা আমাদের অন্যতম প্রধান দায়িত্ব। পুশ চিংড়ি বা অন্যান্য মানহীন মাছ বাজারে প্রবেশ করলে সাধারণ মানুষ গুরুতর স্বাস্থ্যঝুঁকিতে পড়ে।
তাই আজকের অভিযানে জব্দকৃত মাছ ধ্বংস করা হয়েছে এবং দায়ী ব্যক্তিকে জরিমানা করা হয়েছে। আমি সবাইকে অনুরোধ করব, কেউ যেন এ ধরনের অবৈধ ও নিম্নমানের মাছ ক্রয় বা বিক্রয় না করেন। জনগণের স্বার্থে এবং স্বাস্থ্য সুরক্ষায় আমাদের এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।”